প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সমর্থন জানিয়ে টি-শার্ট পরায় যুক্তরাজ্যের বেলফাস্টে ৭৪ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার শহরের লিনেনহল স্ট্রিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অবশ্য রবিবার তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি জানিয়েছে, ওই বৃদ্ধাকে এমন একটি জিনিস রাখার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল যা ‘নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন নির্দেশ করে।’

সম্প্রতি ব্রিটিশ সরকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশকারী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করেছে। সরকার ‘সন্ত্রাসবাদ’ আইনের অধীনে প্যালেস্টাইন অ্যাকশনের সদস্যপদ বা সমর্থন প্রকাশকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করেছে । ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে, যুক্তরাজ্যভিত্তিক প্রচারণা গোষ্ঠীটি ইসরায়েলি সামরিক অভিযানের সাথে যুক্ত কোম্পানিগুলিতে শত শত বিক্ষোভ করেছে।

লন্ডনে শনিবার প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করার অভিযোগে পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ করার সময় পুলিশ ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে। প্রচারণা গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞাকে নাগরিক সমাজ ‘অবৈধ এবং অনৈতিক’ বলে সমালোচনা করেছে। অধিকার গোষ্ঠী অ্যামনেস্টি এই পদক্ষেপকে ‘নজিরবিহীন আইনি লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

বেলফাস্ট থেকে অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, কর্মকর্তা ওই বৃদ্ধাকে বলছেন, তাকে টি-শার্ট পরার জন্য গ্রেপ্তার করা হচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে-এর উত্তর আয়ারল্যান্ডের পরিচালক প্যাট্রিক করিগান এই গ্রেপ্তারকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন: ‘শান্তিপূর্ণ প্রতিবাদ একটি মৌলিক মানবাধিকার।’

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প য ল স ট ইন অ য গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ