প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সমর্থন জানিয়ে টি-শার্ট পরায় যুক্তরাজ্যের বেলফাস্টে ৭৪ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার শহরের লিনেনহল স্ট্রিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অবশ্য রবিবার তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি জানিয়েছে, ওই বৃদ্ধাকে এমন একটি জিনিস রাখার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল যা ‘নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন নির্দেশ করে।’

সম্প্রতি ব্রিটিশ সরকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশকারী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করেছে। সরকার ‘সন্ত্রাসবাদ’ আইনের অধীনে প্যালেস্টাইন অ্যাকশনের সদস্যপদ বা সমর্থন প্রকাশকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করেছে । ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে, যুক্তরাজ্যভিত্তিক প্রচারণা গোষ্ঠীটি ইসরায়েলি সামরিক অভিযানের সাথে যুক্ত কোম্পানিগুলিতে শত শত বিক্ষোভ করেছে।

লন্ডনে শনিবার প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করার অভিযোগে পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ করার সময় পুলিশ ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে। প্রচারণা গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞাকে নাগরিক সমাজ ‘অবৈধ এবং অনৈতিক’ বলে সমালোচনা করেছে। অধিকার গোষ্ঠী অ্যামনেস্টি এই পদক্ষেপকে ‘নজিরবিহীন আইনি লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

বেলফাস্ট থেকে অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, কর্মকর্তা ওই বৃদ্ধাকে বলছেন, তাকে টি-শার্ট পরার জন্য গ্রেপ্তার করা হচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে-এর উত্তর আয়ারল্যান্ডের পরিচালক প্যাট্রিক করিগান এই গ্রেপ্তারকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন: ‘শান্তিপূর্ণ প্রতিবাদ একটি মৌলিক মানবাধিকার।’

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প য ল স ট ইন অ য গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার

ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার প্রতিবাদে লন্ডনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গোষ্ঠীটকে নিষিদ্ধের পর থেকে এই বৃহত্তম বিক্ষোভে মধ্য লন্ডন থেকে ১৫০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা রাজধানীতে ‘উল্লেখযোগ্য পুলিশ উপস্থিতি’র জন্য অন্যান্য বাহিনীর অফিসারদের বিক্ষোভস্থলে নিয়োগ করেছে। কারণ ব্যস্ত সপ্তাহান্তে বিক্ষোভের মুখোমুখি হচ্ছে লন্ডন।

শনিবার বিকেল নাগাদ, প্রচারণা গোষ্ঠী ডিফেন্ড আওয়ার জুরিস আয়োজিত বিক্ষোভের জন্য শত শত মানুষ পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হয়েছিল। বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্কোয়ারে নিষিদ্ধ গোষ্ঠীর নাম উল্লেখ করে প্ল্যাকার্ড ধরেছিল। 

প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের ফলে এই গোষ্ঠীর সদস্যপদ বা সমর্থন একটি ফৌজদারি অপরাধ, যার শাস্তি ২০০০ সালের সন্ত্রাসবাদ আইনের অধীনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড।

মেট্রোপলিটন পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডে অ্যাডেলেকান বলেছেন, যেখানে প্রতিবাদের কার্যকলাপ অপরাধে পরিণত হয় এবং গ্রেপ্তারের প্রয়োজন হয় সেখানে মেট বড় আকারের বিক্ষোভের সাথে মোকাবিলা করার ক্ষেত্রে খুবই অভিজ্ঞ। যদিও আমরা আমাদের পরিকল্পনার নির্দিষ্ট বিবরণে যাব না, তবে জনসাধারণকে আশ্বস্ত করা যেতে পারে যে কোনো পরিস্থিতির প্রতিক্রিয়া জানাতে আমাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার