বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস সোমবার (১১ আগস্ট) থেকে শুরু হচ্ছে।
রবিবার (১০ আগস্ট) ভর্তি কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক নোটিশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নোটিশে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস কার্যক্রম সোমবার (১১ আগস্ট) শুরু হবে। এ লক্ষ্যে সার্বিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
আরো পড়ুন:
স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রক্ষার দাবিতে ঢাবিতে বিক্ষোভ
ঢাবির সভায় শিবিরকে আমন্ত্রণ, ৩ বাম সংগঠনের ওয়াকআউট
এদিকে, নবীন এই ১৪তম ব্যাচকে বরণ করে নিতে বিভাগগুলো নতুন রূপে সাজানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, “ক্যাম্পাসে নবীনদের আগমন এক প্রকার উচ্ছ্বাস এনে দিয়েছে প্রবীনদের মনে। নবীনরা আসবে, তাদের বরণ করে নেবে ইমিডিয়েটরা। তার জন্য নানা প্রস্তুতি চলছে। ক্লাসরুম সাজানো, আলপনা করা, জুনিয়রদের বরণের জন্য সামগ্রী প্রস্তুত থেকে শুরু করে প্রায় সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের পথে।”
তিনি বলেন, “ফুল, চকলেট, ক্রেস্ট, ওয়েলকাম কার্ড ইত্যাদি দিয়ে বরণ করে নেওয়া হবে নবীনদের। ইমিডিয়েট প্রবীণদের মাঝে এক অন্য রকম উন্মাদনা। আজ যদি সারারাতও কাজ করতে হয়, তাও করবে। কিন্তু জুনিয়রদের বরণে একটুও কমতি রাখবে না। তারা নানা রঙে রাঙিয়ে তুলছে বিভাগ, যেন প্রথম দেখাতেই বিভাগের প্রতি ভালোলাগা কাজ করে নবীনদের।”
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ জিসান বলেন, “আগামীকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচ অর্থাৎ লোকপ্রশাসনের ১৩তম ব্যাচের নবীনবরণ। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সেরাটা দেওয়ার। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়াটা ওদের জন্য অবশ্যই বিশেষ কিছু।”
তিনি বলেন, “এরা সবাই মেধার ভিত্তিতেই এখানে এসেছে। এদের নতুন এই ধাপে প্রবেশ করাটাকে আমরা সেভাবেই বরণ করে নিতে চাচ্ছি। প্রথমেই তাদের ফুল দিয়ে বরণ করা হবে। আমরা আশা রাখি, লোকপ্রশাসন বিভাগের ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় নবীন বরণ আমরা করতে যাচ্ছি।”
ঢাকা/সাইফুল/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বর শ ল র জন য প রথম
এছাড়াও পড়ুন:
বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২,
লেভেল-৫/টার্ম-২।
কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।
১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫: ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস: ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬ থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫