লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ যুবদল কর্মীকে আটক করেছে সেনাবাহিনী।

রবিবার (১০ আগস্ট) রাত ১টার দিকে তাকে আটক করা হয়।

আটক যুবদল কর্মীর নাম এ কে এম ফরিদ উদ্দিন। তিনি জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক। 

আরো পড়ুন:

সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা সই

সেনাবাহিনীকে ধন্যবাদ দিলেন মির্জা ফখরুল

অভিযানে নেতৃত্ব দেওয়া লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো.

রাহাত খান জানান, ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র জব্দ করা হয়। আটকের পর ফরিদ উদ্দিনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, “ফরিদের বিষয়ে দলের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।”

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক য বদল

এছাড়াও পড়ুন:

সিরাজদিখানে ট্রাকের পেছেনে বাসের ধাক্কা, নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা রেলওয়ে স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে একটি বাস। এ ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

রবিবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, রাতে এক্সপ্রেসওয়ের নিমতলা রেলওয়ে স্টেশন এলাকার ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় হানিফ পরিবহনের একটি বাস। এসময় ঘটনাস্থলে বাসের এক যাত্রী মারা যান। আহত হন কয়েকজন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।

আরো পড়ুন:

মিরপুরে পিকআপের ধাক্কায় নিহত ১ 

শ্রমিকদের সড়ক জিম্মির খেলা বন্ধের আহ্বান যাত্রী কল্যাণ সমিতির

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, “ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গতি নিয়ন্ত্রণে না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ও আহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।” 

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ