সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জে মিজানুর রহমান (৪৫) নামের এক গরু খামারির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। সোমবার (১১ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে হাজীগঞ্জ ডিএনডি খালে গরু ঘাস কাটাতে যেয়ে এ ঘটনা ঘটে। পুলিশের বিশেষ সেবা কল সেন্টার “৯৯৯” থেকে কল পেয়ে ফতুল্লা থানা পুলিশ লাশ উদ্ধার কওে নিয়ে যায়।

নিহত মিজানের ভাতিজা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে  গরুর জন্য ঘাস কাটতে বাসা থেকে বের হোন চাচা । আমরা সাড়ে তিনটার দিকে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি আর জীবিত ইে। তার সাথে একটি কুকুর ছিলো তাকে বাঁচাবার জন্য কুকুর অনেক চেষ্টা করছে কুকুরটাও মারা গেছে। 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানা পুলিশের সাব ইন্সেপেক্ট মোহাম্মদ ওয়াসিম খান জানান, আমাদের টহলরত  ডিউটি চলছিলো । তিনটার দিকে ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনা স্থলে আসি।  ডিএনডি খালের মাঝে ঘাস কাটতে যান তিনি (মিজান)।

ঘাসে উপর বিদ্যুতের পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পওে স্থানীয় লোকের সহযোগিতায় আমরা  সুরতহাল প্রস্তুত কনে মরদেহে থানায় নিয়ে যাই। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।   
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ