ফতুল্লায় গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু
Published: 11th, August 2025 GMT
সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জে মিজানুর রহমান (৪৫) নামের এক গরু খামারির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। সোমবার (১১ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে হাজীগঞ্জ ডিএনডি খালে গরু ঘাস কাটাতে যেয়ে এ ঘটনা ঘটে। পুলিশের বিশেষ সেবা কল সেন্টার “৯৯৯” থেকে কল পেয়ে ফতুল্লা থানা পুলিশ লাশ উদ্ধার কওে নিয়ে যায়।
নিহত মিজানের ভাতিজা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গরুর জন্য ঘাস কাটতে বাসা থেকে বের হোন চাচা । আমরা সাড়ে তিনটার দিকে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি আর জীবিত ইে। তার সাথে একটি কুকুর ছিলো তাকে বাঁচাবার জন্য কুকুর অনেক চেষ্টা করছে কুকুরটাও মারা গেছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানা পুলিশের সাব ইন্সেপেক্ট মোহাম্মদ ওয়াসিম খান জানান, আমাদের টহলরত ডিউটি চলছিলো । তিনটার দিকে ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনা স্থলে আসি। ডিএনডি খালের মাঝে ঘাস কাটতে যান তিনি (মিজান)।
ঘাসে উপর বিদ্যুতের পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পওে স্থানীয় লোকের সহযোগিতায় আমরা সুরতহাল প্রস্তুত কনে মরদেহে থানায় নিয়ে যাই। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সাইয়ামি দুই মাঠের যোদ্ধা
অভিনয়ের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও সমান পারদর্শী সাইয়ামি খের। একদিকে বড় পর্দা ও ওয়েব সিরিজ, অন্যদিকে আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চ—দুই ক্ষেত্রেই ছাপ রাখছেন বলিউড অভিনেত্রী। ‘স্পেশাল অপস ২’-এ তাঁর সাম্প্রতিক অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনি খেলাধুলার ময়দানেও তিনি লিখেছেন নতুন ইতিহাস; পরপর দুই বছর জিতেছেন ‘আয়রনম্যান ৭০.৩’ ট্রায়াথলন। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।
‘আয়রনম্যান ৭০.৩’ বিশ্বের অন্যতম কঠিন সহনশীলতা প্রতিযোগিতা। এখানে প্রতিযোগীদের ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। সব মিলিয়ে ৭০.৩ মাইল, যা জয় করতে লাগে অবিশ্বাস্য মানসিক দৃঢ়তা ও শারীরিক সহনশীলতা। ২০২৪ ও ২০২৫—দুই বছরই সফলভাবে এই কঠিন পরীক্ষা পেরিয়েছেন সাইয়ামি।
সাইয়ামি খের। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে