আন্দোলনে বন্ধ বিদেশগামীদের প্রশিক্ষণ
Published: 13th, August 2025 GMT
চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিদেশগামীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রায় তিন মাস প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। তবে বর্তমানে স্বল্প পরিসরে শুরু হলেও বন্ধ রয়েছে বিদেশগামী প্রশিক্ষণার্থীদের কার্যক্রম।
মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন একাডেমির সিনিয়র প্রশিক্ষক সিরাজুল আবেদীন।
এদিকে প্রশিক্ষণের সুযোগ না থাকায় বিদেশগামী মানুষের মাঝে দেখা দিয়েছে হতাশা। অথচ দেশের মানুষকে কর্মদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতেই প্রতিষ্ঠানটি গড়ে তোলে সরকার। ভবন ও শিক্ষক থাকা সত্ত্বেও প্রশিক্ষণের সুযোগ না পাওয়ায় বঞ্চিতদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
সিডিসিসহ নানা দাবি আদায়কে কেন্দ্র করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় গত ২৫ মে প্রতিষ্ঠানটির মূল ফটকে তালা দেয় তারা।
এ বিষয়ে একাডেমির সিনিয়র প্রশিক্ষক সিরাজুল আবেদীন বলেন, “চলতি সপ্তাহ থেকে আমাদের ক্লাসের কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকায় এখন পর্যন্ত সকল শিক্ষার্থী উপস্থিত হয়নি। ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে অল্প কয়েকজন এরইমধ্যে ক্লাস শুরু করছে। আশা করি আগামী সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থী ক্লাসে ফিরবে।”
বিদেশগামী প্রশিক্ষণার্থীদের ব্যাপারে তিনি বলেন, “ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রধান কার্যালয় থেকে বিদেশগামীদের সকল ধরনের প্রশিক্ষণ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একাডেমিতে প্রশিক্ষণ না পাওয়ার কারণে বিদেশগামীদের নানা সমস্যা হচ্ছে। চাঁদপুরের লোকজনকে ঢাকায় বা অন্যান্য স্থানে গিয়ে প্রশিক্ষণ নিতে হচ্ছে। এতে তাদের কষ্টের পাশাপাশি অর্থও ব্যয় হচ্ছে। মন্ত্রণালয়ের নির্দেশ পেলে পুনরায় বিদেশগামী প্রশিক্ষণার্থীদের কার্যক্রম শুরু করা হবে।”
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, “মেরিন একাডেমি বন্ধ থাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বেচাকেনায় ভাটা পড়েছে। এতে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরাও।”
ঢাকা/অমরেশ/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে