টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Published: 15th, August 2025 GMT
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হাউজবোট থেকে পানিতে পড়ে মাসুম মিয়া (৫) নামের এক শিশু মারা গেছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় মাসুমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সে সিলেট শেখঘাট এলাকার কবির আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে সিলেটের শেখঘাট এলাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পরিবারের সাথে বেড়াতে আসে মাসুম মিয়া। দুপুরে লালনতরী নামের একটি হাউজবোট থেকে হঠাৎ হাওরের পানিতে পড়ে নিখোঁজ হয় সে। পরিবারের সদস্য ও অন্য পর্যটকরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি তার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরিদল এসে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে বিকেল ৪টা ৪০ মিনিটে মাসুমের মরদেহ উদ্ধার করে।
আরো পড়ুন:
দিনাজপুরে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার, আটক ৬
সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা
বিষয়টি রাইজিংবিডি ডটকমকে নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
তিনি বলেছেন, দুপুর ১২টায় ৫ বছর বয়সী এক শিশু হাউজবোট থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করেন।
ঢাকা/মনোয়ার/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার জন্মদিনে ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উদযাপন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টার সময় সিদ্ধিরগঞ্জ ১০ নং ওয়ার্ডের গোদনাইল, আরামবাগ এলাকায় ওয়ার্ড কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দলের চেয়ারপারসনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস শিকদারের সভাপতিত্বে দোয়া ও মাহফিল পরিচালনা করেন, আরামবাগ জামে মসজিদের ইমাম মুফতি রেদওয়ান আকন্দ জামালী ও রসূলবাগ জামে মসজিদের ইমাম মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী
দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও ১০নং ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক রেজাউল করিম, মহানগর শ্রমিক দলের মো. আইনুল হক,১০ নং ওয়ার্ড বিএনপি'র কোষাধ্যক্ষ মো. আব্দুল রাজ্জাক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মামুন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. তাইজুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মানিক খান, প্রচার সম্পাদক মো. জসিম, দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম, মো. মামুন হোসেন, আব্দুল হাকিম হাওলাদার, মো. মজিবুর হাওলাদার প্রমুখ।