দৌলতপুরে বানভাসী মানুষের মাধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
Published: 17th, August 2025 GMT
কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারী ইউনিয়নের কয়েকটি পয়েন্টে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী খাদ্যসমগ্রী বিতরণ করেন।
বিতরণ করা খাদ্যের মধ্যে ছিল- ১০ কেজি চাল, চিড়া, মুড়ি, চিনি এবং ওষুধ।
মানিকের চরের দুই পাড়, রহিম সিকদারের ঘাট ও বাজুমারা চরের একাংশের বানভাসী নারী ও পুরুষের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়।
এলাকাবাসী জানান, সাহায্য প্রার্থীর চেয়ে সরবরাহকৃত ত্রাণ সামগ্রী অপ্রতুল হওয়ায় অনেককে নিরাশ হয়ে ফিরে যেতে হয়।
ইউএনও মো.
স্থানীয়দের উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা বন্যায় ক্ষতিগ্রস্তদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। আমরা সরকারের পক্ষ থেকে সাহায্য করতে প্রস্তুত। বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”
ত্রাণ বিতরণকালে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক নজরুল মেম্বর, ওয়ার্ড মেম্বার শহিদুল, ইসলাম, মেহের সিকদার, রহিম সিকদার ও মহিলা মেম্বার উপস্থিত ছিলেন।
ঢাকা/তারেকুর/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আনোয়ারায় মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
চট্টগ্রামের আনোয়ারায় মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গতকাল রোববার বিকেলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী ওই তরুণী কয়েক মাস ধরে আনোয়ারা এলাকায় রয়েছেন। ধর্ষণের কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে তিনি কাতরাচ্ছিলেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। এরপর জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের মাধ্যমে ওই তরুণীকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী ওই তরুণীকে একাধিক ব্যক্তি ধর্ষণ করেছেন। চিকিৎসার প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারার ইউএনও তাহমিনা আক্তার বলেন, স্থানীয়ভাবে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।