মাদকাসক্ত ছেলেকে হত্যা, অভিযুক্ত বাবা পলাতক
Published: 17th, August 2025 GMT
নাটোরের সিংড়ায় মাদকাসক্ত শরিফুল ইসলাম (৩০) নামে এক যুবককে ঘাড়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বাবা শহিদুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।
শনিবার (১৬ আগস্ট ) রাতে উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে পরিবারে কলহ চলছিল। মাদক কেনার টাকা চেয়ে প্রায়ই মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন শরিফুল।
আরো পড়ুন:
পঞ্চগড়ে ছাত্রদল কর্মী হত্যা, গ্রেপ্তার ২ আসামি কারাগারে
মুক্তিপণ দিয়েও শেষ রক্ষা হয়নি জহিরুলের
শনিবার বিকেলে বাবা শহিদুল ইসলামের সঙ্গে শরিফুলের কথা কাটাকাটি শুরু হয়। যা রাত পর্যন্ত চলে। এ সময় শহিদুল ইসলাম প্রচণ্ড রেগে গিয়ে একটি বড় হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা সেলিম খান জানান, মাদকাসক্ত ছেলে শরিফুল প্রায়ই টাকার জন্য পরিবারের লোকজনের সঙ্গে ঝামেলা করতেন। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। কোনো কিছুতেই কিছু হয়নি।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত শহিদুল পলাতক। নিহত শরিফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঢাকা/আরিফুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য অভ য গ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
ইন্টারন্যাশনাল লিজিংয়ের লোকসান বেড়েছে ২৩৭.০২ শতাংশ
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২৩৭.০২ শতাংশ।
রবিবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.০২) টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৩৪) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২.৬৮ টাকা বা ৭৮৮.২৩ শতাংশ।
চলতি হিসাব বছরের ছয় মাস বা অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৬.১০)। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (১.৮১) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৪.২৯ টাকা বা ২৩৭.০২ শতাংশ।
২০২৫ সালের ৩০ জুন কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (২১৮.৪২) টাকায়।
ঢাকা/এনটি/ইভা