মোহিত সুরির ‘সাইয়ারা’ মুক্তির পর দুর্দান্ত ব্যবসা করেছে। গত ১৮ জুলাই মুক্তির পর বক্স অফিসে এ পর্যন্ত শুধু ভারতীয় বক্স অফিস থেকেই ৩২৩ কোটি রুপি আয় করেছে; বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ৫০০ কোটি রুপি। বিশ্লেষকেরা মনে করছেন, অনেক দিন পর রোমান্টিক সিনেমা পেয়ে লুফে নিয়েছেন দর্শকেরা। নির্মাতা ও প্রযোজক করণ জোহর মনে করেন, ‘সাইয়ারা’র সাফল্য আরও রোমান্টিক সিনেমা তৈরির পথ করে দেবে।

২০১০-এর দশকে বলিউডের প্রধান ধারার সিনেমা বদলে গিয়েছিল। দক্ষিণ ভারতীয় হিট সিনেমা রিমেক, যেমন ‘সিংহাম’-এর হিন্দি রিমেক সফল হওয়ার পর দক্ষিণি রিমেকের নতুন ধারা শুরু হয়। এরপর রোমান্টিক সিনেমার বদলে অ্যাকশন সিনেমাই হচ্ছিল বেশি। এমনকি রোমান্টিক তারকা হিসেবে পরিচিত শাহরুখ খানও সাফল্যের আশায় ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশন ছবি করেছেন।

‘সাইয়ারা’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

কিশোরগঞ্জের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি উবায়দুর রহমান সেলিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম উপজেলার ইটনা সদর ইউনিয়নের পশ্চিমগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ইটনা উপজেলায় ছাত্রলীগের সাবেক সভাপতি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল গ্রেপ্তারের তথ্য জানান। 

আরো পড়ুন:

ঢাবিতে ঠিকাদারির টাকা নিতে এসে ছাত্রলীগ নেতা আটক

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

জাফর ইকবাল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ইটনা থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি সেলিম। বিকালে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

ঢাকা/রুমন/বকুল

সম্পর্কিত নিবন্ধ