খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ২৫নং ওয়ার্ড যুবদলের দোয়া
Published: 24th, August 2025 GMT
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন বন্দর থানা ২৫নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ আগস্ট) বিকেল ৪টায় বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকায় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদলের সাবেক সদস্য এ.
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন গণতন্ত্রের প্রতীক। জনগণের ভোটাধিকার ও অধিকার রক্ষার সংগ্রামে তিনি বারবার কারাবরণ করেছেন। আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ কারণে তাকে অন্যায়ভাবে জেলে পাঠিয়েছে। হাস্যকর মামলায় তাকে দিনের পর দিন কস্ট দিয়েছে। কিন্তু আজ দেখেন আমার নেত্রী কত সম্মানিত। আর হাসিনা ফেরারী পলাতক আসামী।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন।
বন্দর থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ২৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ নূর আলম খন্দকারের সভাপতিত্বে ও বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী নওশাদ তুষারের সঞ্চালনায় আলোচনা সভা দোয়া মাহফিলে অংশ নেন যুবদল নেতা মোঃ আশরাফুল, মোঃ মনির হোসেন, কামরুল ইসলাম, মোঃ মহিউদ্দিন, নুর আলম, মোঃ সুলতান, মোঃ শহিদ, মোঃ মনির, মোঃ জমির, মোঃ শহিদুল্লাহ, মোঃ ইলিয়াছ, মোঃ মামুন, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ আনন্দ, মোঃ আপন, মোঃ তানভির প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ য বদল র স ব ক
এছাড়াও পড়ুন:
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে দলটি।
আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
যৌথ সভা শেষে জানানো হয়, ৭ নভেম্বর সকাল ছয়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির কার্যালয়গুলোয় দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় জাতীয় নেতাসহ সব পর্যায়ের নেতা–কর্মী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন।
দিবসটি উপলক্ষে একই দিন বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হবে। এর আয়োজক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়েও একই দিন বিএনপির উদ্যোগে র্যালি আয়োজন করা হবে।
এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে আছে—
শ্রমিক দল: ৫ নভেম্বর আলোচনা সভা।
ছাত্রদল: ৮ নভেম্বর আলোচনা সভা। ৭ ও ৮ নভেম্বর টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী।
ওলামা দল: ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ।
তাঁতী দল: ১০ নভেম্বর আলোচনা সভা।
কৃষক দল: ১১ নভেম্বর আলোচনা সভা।
জাসাস: ১৩ নভেম্বর সন্ধ্যায় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে ডকুমেন্টারি (ভিডিও ও স্থিরচিত্র) সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার করা হবে। একই সঙ্গে দিবসটি উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার চেতনা ও জাতীয় সংহতির প্রতীক হিসেবে এ দিবসের গুরুত্ব আজও অনস্বীকার্য।