যশোরের অভয়নগর উপজেলার নলামারা এলাকায় ঘেরের পাশ থেকে নসিব তালুকদার (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। 

পুলিশ জানিয়েছে, মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

নিহত নসিব তালুকদার উপজলার গোপিনাথপুর গ্রামের হামিদ তালুকদার ছেলে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানিয়েছেন, নলমারা এলাকার গোবিন্দ ও প্রদীপের ঘেরের পাশে নসিব তালুকদারের রক্তাক্ত মরদেহ পড়ে ছিল। স্থানীয়দের খবর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, নসিব তালুকদার ঘেরে মাছ চুরি করতে যান। এ সময় ‘চোর’ ‘চোর’ চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। তাদের ধারালো অস্ত্রের আঘাতে নসিবের মৃত্যু হয়। 

নসিব তালুকদারের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঢাকা/রিটন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ