আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন রেসপনসিভ অ্যান্ড রেসপনসিবল ইউনিভার্সিটি: গ্লোবাল পারস্পেকটিভস ফ্রম দ্য ম্যাগনা কার্টা অবজারভেটরি রিসার্চ ইনিশিয়েটিভ’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই সিম্পোজিয়াম এআইইউবি ক্যাম্পাসে শুরু হয়।

সিম্পোজিয়ামটির আয়োজন করেছে এআইইউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)। দুই দিনের (২৫-২৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সিম্পোজিয়ামে ইউরোপ ও এশিয়ার ছয়টি (আয়ারল্যান্ড, পোল্যান্ড, লিথুয়ানিয়া, ইউক্রেন, নর্থ মেসিডোনিয়া ও বাংলাদেশ) দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, সহ-উপাচার্য এবং আইকিউএসি পরিচালকসহ দেড় শতাধিক অংশগ্রহণকারী এ সময় উপস্থিত ছিলেন।

সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কারমেন জেড লামাগনা, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, এআইইউবি এবং ডেভিড জে লক, সেক্রেটারি জেনারেল, ম্যাগনা কার্টা অবজারভেটরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন; হাসানুল এ হাসান, প্রতিষ্ঠাতা সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, এআইইউবি; ইশতিয়াক আবেদীন, প্রতিষ্ঠাতা সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, এআইইউবি ও সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) ও দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথি, এআইইউবির শিক্ষক ও কর্মকর্তারা।

আরও পড়ুনঅ্যামাজনে ইন্টার্নশিপ, মাস্টার্স ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে১১ ঘণ্টা আগে

সিম্পোজিয়ামের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ এবং শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এ ছাড়া সিম্পোজিয়ামে এআইইউবির শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন গবেষণা উপস্থাপন করবেন। বিজ্ঞপ্তি

আরও পড়ুনদক্ষিণ কোরিয়ার ইউএসটি স্কলারশিপ প্রোগ্রাম, বৃত্তি ৩০০টি২৪ সেপ্টেম্বর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস য

এছাড়াও পড়ুন:

এআইইউবিতে ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে দিনব্যাপী সম্মেলন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ইংরেজি বিভাগের উদ্যোগে এবং টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে স্নাতক, স্নাতকোত্তর (এমএ, এমফিল) ও পিএইচডি পর্যায়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের মোট ১৮৪ জন শিক্ষার্থী অংশ নেন। সম্মেলনে ভাষা ও সাহিত্য—দুটি বিভাগে সেরা ৮টি প্রবন্ধকে ‘স্পেশাল মেনশন’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

সম্প্রতি রাজধানীতে এআইইউবি ক্যাম্পাসে ‘ডিসকভার ইংলিশ ২০২৫: স্টুডেন্ট কনফারেন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার’ শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল, এ কনফারেন্স বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এআইইউবির ইংরেজি বিভাগের প্রধান এবং টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মো. হামিদুল হক এবং টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের উপদেষ্টা সৈয়দুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের পিএইচডি প্রার্থী মোহাম্মদ মসিউর রহমান।

সমাপনী অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য সাইফুল ইসলাম প্রধান অতিথি এবং সহ–উপাচার্য আবদুর রহমান বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠান শেষে ছিল এআইইউবির শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনা।

সম্পর্কিত নিবন্ধ

  • এআইইউবিতে ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে দিনব্যাপী সম্মেলন