ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Published: 25th, September 2025 GMT
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ দক্ষিণপাড়া গ্রামে ভাড়া বাসা থেকে ফারুক মিয়া (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
ফারুক মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি শ্রীপুরের মুলাইদ দক্ষিণপাড়া গ্রামে নুর মোহাম্মদের বাড়িতে ভাড়া থাকতেন এবং এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
আরো পড়ুন:
হাতিরঝিলে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সরাইলে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
প্রতিবেশীরা জানান, সকালে ফারুককে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখে বিষয়টি সন্দেহজনক মনে হয়। দুপুর ১২টার দিকে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’’
ঢাকা/রফিক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে