বক্তাবলী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ গ্রেপ্তার
Published: 25th, September 2025 GMT
ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ(৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে বক্তাবলীস্থ কার্যালয় (ইউনিয়ন পরিষধ) থেকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে ফতুল্লা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ২টি হত্যা মামলা ও ২ টি হত্যা চেষ্টা মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিগত সালের হত্যা, চাঁদাবাজ, ভূমি দখল, টেন্ডার বাজি ও মারামারির ঘটনায় ১৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
এদিকে আব্দুর রশিদের গ্রেফতারের সংবাদ পেয়ে তার সমর্থকেরা গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ফতুল্লা থানা কম্পাউন্ডে উপস্থিত হয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। সময় বৃদ্ধির সাথে সাথে ফতুল্লা থানায় চেয়্যারম্যান আব্দুর রশিদের সমর্থকেদের ভীড় বাড়তে থাকে।
এক পর্যায়ে রশিদ সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশ ধস্তাধস্তুির এক পর্যায়ে লাঠিচার্জ করে রশিদ সমর্থকদের থানা কম্পাউন্ডের ভিতর থেকে বের করে দেয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শরীফুল ইসলাম জানান, আবদুর রশিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী চারটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিন নেননি। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।পরে তাকে ফতুল্লা থানায় দায়ের করা ইয়াসিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
অনুসারী অনেকেই বিষয়টি বুঝতে না পেরে থানায় এসে বিক্ষোভ দেখায়। পরে তাদের বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দেওয়া হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’
ছবি: প্রথম আলো