চট্টগ্রামে ‘ডিজিট্যাক্ট’ প্রতিযোগিতায় বিজয়ী ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি
Published: 25th, September 2025 GMT
বর্তমান ডিজিটাল যুগে কোনো পণ্য গ্রাহকের কাছে দ্রুত পৌঁছানো কোম্পানিগুলোর কাছে একটি বড় চ্যালেঞ্জ। এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও কৌশলের। আর সেই কৌশলগুলো নিয়ে আন্তবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতায় নিজেদের কৌশল উপস্থাপন করেন শিক্ষার্থীরা। সবাইকে ছাপিয়ে বিজয়ী হয় চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি।
শিক্ষার্থীদের আধুনিক ডিজিটাল মার্কেটিংয়ের কৌশল সম্পর্কে ধারণা দিতে ১৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হয় আন্তবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা ‘ডিজিট্যাক্ট ২০২৫’। আজ বৃহস্পতিবার সপ্তাহব্যাপী এ আয়োজনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় নগরের দ্য পেনিনসুলা হোটেলে। এতে চূড়ান্ত পর্বে উঠে আসা পাঁচটি দল তাদের মার্কেটিং ক্যাম্পেইন ও কৌশল উপস্থাপন করে।
চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় চট্টগ্রামের ১০টি বিশ্ববিদ্যালয়ের ৬৫টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কেস এনালাইসিস, ডিজিটাল ক্যাম্পেইন ডিজাইন এবং ফোকাস গ্রুপ আলোচনার মাধ্যমে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পান। আয়োজনটির পৃষ্ঠপোষক ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), মিডিয়া পার্টনার এটিএন বাংলা এবং ডিজিটাল পার্টনার প্রথম আলো ডটকম।
চূড়ান্ত পর্বে সেরা মার্কেটিং ক্যাম্পেইন ও কৌশল উপস্থাপন করে বিজয়ী হয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির দল ‘ট্যাক্ট ট্রিও’। রানার্সআপ হয়েছে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির দল ‘দ্য কনটেন্ট চেপ্লিংস’ ও ‘থিংক টেঙ্কার্স’। চূড়ান্ত পর্বে বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আলমগীর, ইস্টার্ন ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মেজবাহ উদ্দিন আহমেদ এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি ডিজিফিক্সের ফাউন্ডার ইমতিনান আখতার খান।
বিজয়ী ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ড় ন ত পর ব ইউন ভ র স ট
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ