ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর গ্রামের কুমার নদে গোসল করতে নেমে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দাদি-নাতির মৃত্যু হয়। এ ঘটনায় নিখোঁজ হয় অপর এক শিশু। তাকে উদ্ধারে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নদীতে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নিসার আলী রাইজিংবিডিকে বলেন, “আমরা আজ সকাল ৯টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে গতকাল যেখানে লাশ পাওয়া গিয়েছিল, সেই কুমার নদের পশ্চিম ভাসানচর এলাকায় ডুবুরিরা খোঁজ চালিয়েছেন। নদীর প্রবাহকে অনুসরণ করে আমরা আশপাশেও খোঁজ চালাচ্ছি। দুপুর ১টা পর্যন্ত আমাদের খোঁজ চলমান থাকবে। আশা করছি, শিশুকে খুঁজে পাব।” 

আরো পড়ুন:

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মারা যাওয়ারা হলেন- পশ্চিম ভাসানচর গ্রামের তোতা মৃধার ছেলে তৌসিফ (৭) ও তার দাদি মালেকা বেগম (৬৮)। নিখোঁজ শিশুর নাম সোয়াদ (৬)। সে মারা যাওয়া মালেকা বেগমের নাতি।

স্থানীয় বাসিন্দা সাগর মোল্লা জানান, বৃহস্পতিবার দুপুরে মালেকা বেগম তার দুই নাতি তৌসিফ ও সোয়াদকে নিয়ে কুমার নদে গোসল করতে যান। একপর্যায়ে দুই শিশু পানিতে ডুবে যেতে থাকলে তাদের বাঁচাতে এগিয়ে যান মালেকা বেগম। এরপর তিনজনই নিখোঁজ হন। তৌসিফ ও সোয়াদ ভাসানচর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 

তিনি আরো জানান, নিখোঁজ হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ বুঝতে পারেনি। বিকেল সাড়ে ৫টার দিকে নদীতে দুইটি মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে মরদেহ দুইটির পরিচয় শনাক্ত করা হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নিসার আলী বলেন, “গতকাল বিকেল পৌনে ৫টার দিকে খবর আসে। সন্ধ্যা ৬টার দিকে আমরা মালেকা বেগম ও তৌসিফের লাশ উদ্ধার করি।” 

ঢাকা/তামিম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নদ ক ম র নদ ভ স নচর

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ