নায়িকা মুনমুনের সহকারী মাহি মারা গেছেন
Published: 28th, September 2025 GMT
ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা মুনমুনের দীর্ঘদিনের সহকারী মাহি অর্ণব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন মুনমুন। তবে তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেননি।
মুনমুন তার ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেত্রী লেখেন, “আমার দীর্ঘদিনের অ্যাসিস্ট্যান্ট মাহি অর্ণব আর নেই। হঠাৎ এই খবর শুনে খুব খারাপ লাগছে। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত মাহি আমার সঙ্গে কাজ করেছে।”
আরো পড়ুন:
প্রত্যেক নিহতের পরিবার পাবে ২৭ লাখ টাকা: বিজয়
৩ দিনে কত টাকা আয় করল পবন কল্যাণের সিনেমা?
স্মৃতিচারণ করে মুনমুন বলেন, “মাহি প্রায়ই ফোন করে বলতো—‘আপু কবে শুটিং করবা, কবে শো আছে?’ কাজে গেলে সেলফি তুলতে ভীষণ ভালোবাসতো। আপনারা যারা মাহিকে চিনেন, সবাই তার জন্য দোয়া করবেন। খুব দুঃখী ছেলে ছিল।”
মাহির ব্যক্তিগত জীবনের এক বেদনাদায়ক স্মৃতি উল্লেখ করে মুনমুন বলেন, “২০১৯ সালে ওর মা মারা যাওয়ার পর সে আমাকে বলেছিল—‘আপু, আমিও আমার আম্মার কাছে চলে যাব।’ সেদিন তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাইনি। আজ মাহিও তার আম্মার কাছে চলে গেল। দুই মাস আগেও ওর সঙ্গে কথা হয়েছিল। কত দোয়া করেছিল আমাকে মন থেকে।”
শেষে মুনমুন সবার উদ্দেশে বলেন, “আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মাহিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার