প্রাকৃতিক সৌন্দর্য ও সমাজিক দায়বদ্ধতামূলক বার্তা বহনকারী সাজসজ্জা নিয়ে ‘ইলিশের বাড়ি’ খ্যাত চাঁদপুরে ব্যতিক্রমী দুর্গাপূজার মণ্ডপ সাজিয়ে নজর কেড়েছে একটি মণ্ডপ। চাঁদপুরের পুরানবাজার দাসপাড়া সর্বজনীন কালী মন্দির ও দুর্গা মন্দির কমিটির আয়োজনে এই মণ্ডপের কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে।

আকর্ষণীয় পূজোমন্ডপটি দেখতে সনাতনী ভক্তদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা যায়, ১৮ শতাংশের জায়গা জুড়ে নানা রঙের বাতি ও ডেকোরেটরের কাজে মণ্ডপটিতে ভিন্নমাত্রা যোগ করেছে জেলে, জাটকা ইলিশ, মা ইলিশ, কারাগারে আট অপরাধী জেলে, নৌকা দিয়ে জেলেদের মাছ ধরা, নদী, জাল, ক্রেতার ইলিশ মাছ কেনা বেচা, ইলিশ চত্ত্বরসহ প্রাকৃতিক নানা দিক। 

ইলিশময় সাজসজ্জায় সাজানো মণ্ডপটির নাম দেওয়া হয়েছে ইলিশের ‘বাড়ি চাঁদপুর’। আয়োজকরা এই উদ্যোগে এবারের প্রতিপ্রাদ্য রেখেছে ‘মা আসছে জীবনের বার্তা নিয়ে-নদী বাঁচুক-ইলিশ ফিরুক ঘরে’।

চাঁদপুরের পুরানবাজার দাসপাড়া সর্বজনীন কালী মন্দির ও দুর্গা মন্দির কমিটির পূজার সমন্বয়ক উৎপল দাস ও সঞ্জয় মজুমদার বলেন, “আমরা এই নিয়ে ১৮তম বার এখানে পূজার আয়োজন করছি। এই মন্দির কমিটি সবসময়ই প্রাকৃতিক বিলুপ্তির পথে সৌন্দর্য ও সমাজ সংস্কারক বার্তা নিয়ে কাজ করে। তারই ধারাবাহিকতায় এবার এই সাজসজ্জা। এর পুরো খরচ যুগিয়েছেন আয়োজক কমিটি এবং পুরানবাজারের দাসপাড়াবাসী।”

তিনি আরো বলেন,“ মা দুর্গার আরাধনার পাশাপাশি পূজার দিনগুলোতে পূজা দেখতে আসা ভক্তদের জন্য মহাঅষ্টমীর দিন অঞ্জলী ও দুপুরে মহা প্রসাদ বিতরণ, অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়াও আরতিসহ নানা পর্বের এই আয়োজন চলবে বৃহস্পতিবার পূজার শেষ দিনের সন্ধ্যা পর্যন্ত। পুরো আয়োজনে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সাথে সমন্বয় রেখে তত্ত্বাবধানে ২০ থেকে ২৫ জনের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী রেখেছি। যারা নির্বিঘ্নে পূজার্চনা ও ভক্তদের পূজা দেখতে আসা-যাওয়ায় সহায়তা করবে।”

ঢাকা/অমরেশ/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মন দ র

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ