বাংলাদেশকে সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলবে বিএনপি : মামুন মাহমুদ
Published: 30th, September 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্ম যার যার, উৎসব যার যার কিন্তু দেশ আমাদের সকলের।
আমরা সবাই মিলে যার যার ধর্ম পালন করব। কিন্তু আমাদের এই কথা মনে রাখতে হবে আমরা সবাই একটা দেশের লোক। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চাই। প্রতিদিনই আমাদের সাথে একে অপরের দেখা হয়।
সুতরাং আমাদের মধ্যে ধর্ম নিয়ে কোন ভেদাভেদ নেই। বাংলাদেশকে সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলবে বিএনপি। বাংলাদেশ হবে সম্প্রীতি ও সাম্যের।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, সমাজের যখন অনিয়ম দুর্নীতি, খারাপ কাজকে দূর করার জন্য শারদীয় দুর্গাপূজা আমাদের এই বার্তা নিয়ে এসে দাঁড়িয়েছে আপনাদের পাশে। ঈশ্বরের সম্মান দেখিয়ে আপনারা এই শারদীয় দুর্গোৎসব পালন করবেন আপনারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে রয়েছে। আপনারা নির্ভয়ে আপনাদের পূজা পালন করবেন। আপনাদের কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানাবেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
বিকেল তিনটায় ২নং ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন শুরু করে শ্রীশ্রী হরিসভা মন্দির, শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির, নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দূর্গা মন্দির, গোডনাইল হাজারীবাগ দুর্গা মন্দির দক্ষিণ, গোদনাইল হাজারীবাগ উত্তর জেলেপাড়া সার্বজনীন দূর্গা মন্দির শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি মিজমিজি চৌধুরীপাড়া পরিদর্শনের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
পরিদর্শনের সময়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা ও থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আপন দ র ব এনপ র আম দ র মন দ র
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ