সেলিব্রেটি আলাপচারিতা অনুষ্ঠান ‘স্টারগল্প’ আবারো নতুন রূপে ফিরেছে। দ্বিতীয় সিজনের অতিথি হিসেবে হাজির হয়েছেন দুই কিংবদন্তি শিল্পী—বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনয় জগতের শক্তিমান অভিনেতা তারিক আনাম খান। পুরো আয়োজনটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও লেখক পান্থ আফজাল। 

প্রথম সিজনের তুলনায় এবার শোটির কাঠামো ও পরিবেশে এসেছে নতুনত্ব। দুই তারকার সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে তাদের শৈশব, শিল্প জীবনের উত্থান-পতন, জীবনের দর্শন, সামাজিক অসঙ্গতি নিয়ে খোলামেলা মত, প্রেরণাদায়ী অভিজ্ঞতা এবং বহুদিনের অজানা গল্প। 

আরো পড়ুন:

ফেসবুকে ছবি দিয়ে কুরুচিকর মন্তব্যের শিকার কেয়া পায়েল

‘স্বপ্ন বাড়ি’ নিয়ে আসছেন দীপু

ঘরোয়া সেট, অভিনব আলোকসজ্জা আর আন্তরিক আড্ডামুখর পরিবেশ অনুষ্ঠানটিকে দিয়েছে আলাদা মাত্রা। অনুষ্ঠানটি গ্রন্থণা ও পরিচালনায় ছিলেন মনজুরুল হক মঞ্জু, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফিহা মাল্টিমিডিয়ার কর্ণধার উজ্জ্বল রহমান। 

উপস্থাপক পান্থ আফজাল বলেন, “স্টারগল্প শুধু বিনোদনের জন্য নয়; বরং এটি তারকাদের অন্তর্জগৎ জানার এক সৃজনশীল প্ল্যাটফর্ম। এখানে নেই সাজানো প্রশ্ন বা জবাব—আছে বাস্তবতা, অভিজ্ঞতা আর জীবন-মাটির গন্ধ।” 

খুব শিগগির এই ব্যতিক্রমী আয়োজন দেখা যাবে গ্লামআর্টস ইউটিউব চ্যানেল ও গ্লামআর্টস ফেসবুক পেজে। সামনে আরো চমক থাকছে—নাটক, চলচ্চিত্র, সংগীত ও থিয়েটারের পরিচিত তারকারা হাজির হবেন ‘স্টারগল্প’-এর পরবর্তী পর্বগুলোতে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ