কুষ্টিয়ার মিরপুরে বাড়ির পাশের ডোবা থেকে রাইসা খাতুন (৮) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়। 

মারা যাওয়া রাইসা নওদা খাদিমপুর গ্রামের আকরাম সর্দ্দারের মেয়ে। সে নওদা খাদেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। 

আরো পড়ুন:

রামুতে পাহাড় থেকে মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলার ডুবে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় রাইসা। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রাত ৯টার দিকে বাড়ির পাশের ডোবায় রাইসার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তার মরদেহ ডোবা থেকে তুলে আনা হয়। যে ডোবায় মরদেহ পাওয়া গেছে, সেখানে খুবই অল্প পরিমাণ পানি আছে, তাতে কেউ ডুবে মারা যেতে পারে না। তাদের ধারণা, অন্য কোথাও হত্যার পর রাইসার মরদেহ বাড়ির পাশের ডোবায় ফেলে গেছে কে বা কারা। 

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‍“পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এটি পানিতে ডুবে মৃত্যু না কি কেউ হত্যা করেছে বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র র মরদ হ উদ ধ র

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ