মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে আবু বক্কর সিদ্দিকের (৬০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জামালদী এলাকা সংলগ্ন মেঘনা ব্রিজের পূর্ব পাশে মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
দুপুরে নিখোঁজ, রাতে বাড়ির পাশের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ
রামুতে পাহাড় থেকে মরদেহ উদ্ধার
নিহত আবু বক্কর সিদ্দিক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ঝাউচর গ্রামের মৃত পরেশ আলীর ছেলে। গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘বুধবার রাত ৯টার দিকে প্রতিদিনের মতো আবু বক্কর সিদ্দিক জামালদী গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। গভীর রাতে পরিবারের সদস্যরা তার মোবাইলে একাধিকবার কল করলেও রিসিভ করেননি। পরে আবু বক্কর সিদ্দিককে নদীতে খুঁজতে যান তারা। এ সময় নৌকায় ভেজা কাপড়চোপড়, মোবাইল ও টর্চ লাইট পড়ে থাকতে দেখা যায়। তবে, আবু বক্করকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার নিখোঁজ জেলেকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করে। বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’’
ঢাকা/রতন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।