গোপালগঞ্জে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
Published: 2nd, October 2025 GMT
গোপালগঞ্জের কোটালীপাড়ায় খাল থেকে মানিক বিশ্বাস (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে কোটালীপাড়া উপজেলার তেতুলবাড়ী গ্রামের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মানিক বিশ্বাস মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের নলিনী বিশ্বাসের ছেলে।
ওসি খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, বিকেলে তেতুলবাড়ী গ্রামের কাছের খালে মানিকের মরদেহ দেখতে পান এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে ডুবে মারা যান তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মানিক বিশ্বাসের দুলাভাই কদমবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেছেন, দুর্গাপূজার মণ্ডপ দেখার জন্য গতকাল বুধবার মোটরসাইকেল নিয়ে কোটালীপাড়া উপজেলার কালাবাড়ী গ্রামে খালার বাড়িতে যায় মানিক। রাতে মোটরসাইকেলে করে দিঘিরপাড় গ্রামে নিজ বাড়িতে ফিরছিল সে। মোটরসাইকেলটি তেতুলবাড়ী গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পাড়ে যায়।
তিনি আরো বলেন, রাতে বাড়িতে না ফেরায় ও মোবাইল ফোন বন্ধ পাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। আজ বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানিকের মরদেহ শনাক্ত করা হয়।
ঢাকা/বাদল/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র মরদ হ
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় খাল থেকে মানিক বিশ্বাস (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে কোটালীপাড়া উপজেলার তেতুলবাড়ী গ্রামের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মানিক বিশ্বাস মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের নলিনী বিশ্বাসের ছেলে।
ওসি খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, বিকেলে তেতুলবাড়ী গ্রামের কাছের খালে মানিকের মরদেহ দেখতে পান এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে ডুবে মারা যান তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মানিক বিশ্বাসের দুলাভাই কদমবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেছেন, দুর্গাপূজার মণ্ডপ দেখার জন্য গতকাল বুধবার মোটরসাইকেল নিয়ে কোটালীপাড়া উপজেলার কালাবাড়ী গ্রামে খালার বাড়িতে যায় মানিক। রাতে মোটরসাইকেলে করে দিঘিরপাড় গ্রামে নিজ বাড়িতে ফিরছিল সে। মোটরসাইকেলটি তেতুলবাড়ী গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পাড়ে যায়।
তিনি আরো বলেন, রাতে বাড়িতে না ফেরায় ও মোবাইল ফোন বন্ধ পাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। আজ বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানিকের মরদেহ শনাক্ত করা হয়।
ঢাকা/বাদল/রফিক