কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বলেন, “সকালে শাহপরীর দ্বীপের নৌঘাট এলাকায় নাফ নদীতে ভাসমান অবস্থায় একজনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে একটি গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।”
আরো পড়ুন:
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার
নাটোরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, পাশে পড়ে ছিল মোটরসাইকেল
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/তারেকুর/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ ন ফ নদ
এছাড়াও পড়ুন:
দুর্বল হয়েছে নিম্নচাপ, কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে পড়েছে। এটি ভারতের ওডিশার সমুদ্রতট অতিক্রম করে ছত্তিশগড়ে অবস্থান করছে। তবে এটির প্রভাবে বাংলাদেশের তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ কবির প্রথম আলোকে বলেন, নিম্নচাপ দুর্বল হয়ে এখন ছত্তিশগড়ের দিকে অবস্থান করছে। দেশের তিন জেলা—রংপুর, ময়মনসিংহ ও রাজশাহীতে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা) বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। আগামী তিন দিন সিলেট জেলা ও উজানের ভারতীয় অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদী এবং দুধকুমার নদের পানি আগামী কয়েক দিন বৃদ্ধি পাবে জানিয়ে বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে, লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে।
তিন জেলা—রংপুর, ময়মনসিংহ ও রাজশাহীতে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব ও সৃষ্ট লঘুচাপের কারণে গত মঙ্গলবার রাত থেকে ঢাকায় থেমে থেমে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এ সময় রাজধানীর বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে জনভোগান্তি দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত ৬৯ মিলিমিটার রেকর্ড করা হয়েছে ফেনীতে।