সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল নেতা শাহজালালের লিফলেট বিতরণ
Published: 23rd, October 2025 GMT
:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সাদিপুর ইউনিয়নের কাজহরদী, বেলপাড়া ও সনমান্দী ইউনিয়নের অলিপুরা বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ শাহজালাল।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের একটি বাস্তবমুখী রূপরেখা। এই দফাগুলো জনগণের জীবনে পরিবর্তন আনবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
শাহজালাল বলেন, “৩১ দফা বাস্তবায়নই হচ্ছে মুক্ত বাংলাদেশের নতুন দিগন্ত। আমরা ঘরে ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিচ্ছি যাতে মানুষ জানে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রযন্ত্র জনগণের কল্যাণে কাজ করবে।”
স্থানীয় এলাকাবাসী লিফলেট গ্রহণ করে বলেন, তরুণ নেতৃত্বের এমন কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন আশার সঞ্চার করেছে।
.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ব এনপ ন র য়ণগঞ জ ছ ত র দল ল ফল ট
এছাড়াও পড়ুন:
হাকিমপুরে লোডশেডিং ও ভূতুড়ে বিলের প্রতিবাদ
দিনাজপুরের হাকিমপুরে ঘন ঘন লোডশেডিং, ভূতুড়ে বিল, ডিমান্ড চার্জ ও লোড চার্জসহ বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হাকিমপুর উপজেলার হিলি চারমাথা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশার শত শত মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, “প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে। ঘরে ফ্যান চলে না, ব্যবসা বন্ধ, ছাত্ররা পড়াশোনা করতে পারছে না। অথচ ব্যবহারের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বিল আসছে। এটি জনগণের সঙ্গে অন্যায় ও প্রতারণা।”
বক্তারা আরো বলেন, “হিলি পল্লীবিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ভূতুড়ে বিলের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।”
সমাবেশে বক্তব্য রাখেন, ফেরদৌস রহমান, সভাপতি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন হিলি স্থলবন্দর, সাখাওয়াত হোসেন শিল্পী সভাপতি আমদানি রপ্তানিকারক গ্রুপ, নাজমুল হক, সাধারণ সম্পাদক আমদানি রপ্তানিকারক গ্রুপ, আলহাজ্ব সামছুল আলমসহ অনেকেই।
বক্তারা অভিযোগ করে বলেন, “সরকার সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ সহজলভ্য করেছে, কিন্তু স্থানীয় বিদ্যুৎ অফিসের দুর্নীতির কারণে জনগণ সেই সুফল পাচ্ছে না। প্রশাসনকে অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী দুই সপ্তাহের মধ্যে হাকিমপুরের বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে হিলি পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে।”
প্রতিবাদ সমাবেশ শেষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে একই দাবিনামা হিলি পল্লীবিদ্যুৎ সাব-জোন অফিসের এজিএম এর কাছেও হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে ঘন ঘন লোডশেডিং বন্ধ, ভূতুড়ে বিলের তদন্ত, সঠিক বিল প্রদান, দুর্নীতি-অনিয়ম বন্ধ ও গ্রাহক সেবার মান উন্নয়নের দাবি জানানো হয়।
ঢাকা/মোসলেম/এস