ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত একটি সিএনজিতে ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় ঘটনাটি ঘটে।

এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে কক্সবাজারগামী যাত্রী নাজির উদ্দিন শাহ নামের এক ব্যক্তি নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। ক্যাপশনে তিনি উল্লেখ করেন, ঘটনাটি ঘটেছে রাত ১২টা ২০ মিনিটে, মদনপুর এলাকায়। ভিডিওটি পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি সিএনজির পেছনে এক যুবক ঝুলছেন। এ সময় সিএনজির ডান পাশের দরজা খুলে ভেতরে থাকা একজন তাকে ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করছেন। কিছুক্ষণ পর বাম পাশের দরজা খুলে আরেকজন একইভাবে ছুরিকাঘাতের চেষ্টা করেন।

এ সময় সিএনজির পেছনে ঝুলে থাকা যুবক দিক পরিবর্তন করে নিজেকে রক্ষার চেষ্টা করছেন। ঘটনাটি ছিনতাই নাকি অন্য কিছু এ নিয়ে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, ভিডিওটি আমরা দেখেছি। ঘটনাস্থল শনাক্ত ও সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত চলছে। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। 

ভিডিও ধারণের পর নাজির উদ্দিন মদনপুর অতিক্রম করলে আর সিএনজিটিকে দেখতে পাননি। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বলেন, ভিডিও দেখে সঠিক স্থান নির্ধারণ কিছুটা কঠিন। তবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি মদনপুর থেকে লাঙ্গলবন্দের মাঝামাঝি কোথাও ঘটেছে। 

ভিডিওতে দেখা যাচ্ছে, সিএনজির ভেতরে ও বাইরে থাকা দুই ব্যক্তির হাতেই ছুরি ছিল। তারা ছিনতাইকারী, নাকি নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ নত ই স এনজ র মদনপ র ঘটন ট

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা শাখার কার্যনির্বাহী কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ফজর আলী গার্ডেন ভবনে অবস্থিত এস, আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানার শাখার উদ্যোগে আয়োজিত পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ঔষধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মো. আবদুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম দুলালের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি মো. আরশাদ আলী, সহ-সভাপতি মো. শাহ আলম চিশতী, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল ইসলাম স্বপন, রূপগঞ্জ থানা শাখার সভাপতি এস, এম শাহাদাত, ফতুল্লা থানা শাখার সভাপতি মো. জাকির হোসেন সোহেল, সিদ্ধিরগঞ্জ থানা শাখার প্রধান উপদেষ্টা মো. আসলাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জহির, সহ-সভাপতি এম এ রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস শিকদার ও এস, আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. শহিদুল ইসলাম শাহেদ প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা যুবদলের দোয়া 
  • ‎মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনে ৫ টাকার বৃক্ষ মেলা
  • বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্রা ও সভা
  • বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্
  • সিদ্ধিরগঞ্জে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সদর উপজেলায় শুকনো খাবার বিতরণ
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৯নং ওয়ার্ড যুবদলের দোয়া
  • খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় যুবদলের দোয়া মাহফিল
  • বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ডিস মনির গ্রেপ্তার  
  • বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত