দুই দিক থেকে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা, অটোরিকশা রক্ষায় মরিয়া যুবক, ভিডিও ভাইরাল
Published: 25th, October 2025 GMT
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ঝুলে থাকা এক যুবককে ছুরিকাঘাতের চেষ্টা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, অটোরিকশার ভেতরে থাকা দুই ব্যক্তি পেছনে ঝুলে থাকা যুবককে বারবার ছুরি দিয়ে আঘাত করছেন ও ফেলে দেওয়ার চেষ্টা করছেন।
ধারণা করা হচ্ছে, পেছনে ঝুলে থাকা ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাটির চালক, আর ভেতরে থাকা দুজন তাঁর গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। ঘটনাটি কবে ও কোথায় ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। তবে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি আমরা দেখেছি। তবে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। ঘটনাস্থল শনাক্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।’
ভিডিওটি ২৩ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজারগামী বাসের যাত্রী নাজির উদ্দিন শাহ তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেন। তিনি দাবি করেন, ঘটনাটি ঘটেছে দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে বন্দর উপজেলার মদনপুর এলাকায়। ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, চলন্ত সিএনজিচালিত অটোরিকশার পেছনের বাম্পারে দাঁড়িয়ে থাকা এক যুবক গাড়ির ছাদের প্লাস্টিকের কাভার ধরে আছেন। ভেতরে থাকা দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করছেন ও ফেলে দেওয়ার চেষ্টা করছেন। তবু ওই যুবক প্রাণপণ চেষ্টা করছেন গাড়িতে ওঠার। দৃশ্যটি পেছনে থাকা বাসের এক যাত্রী তাঁর মুঠোফোনের ক্যামেরায় ধারণ করেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ২৩ অক্টোবর দিবাগত রাত ১টা থেকে ২৪ অক্টোবর ভোর ৫টার মধ্যে মহাসড়কের মদনপুর এলাকায় ঘটনাটি ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার সময় চালক গাড়ির পেছনে ঝাঁপিয়ে পড়েন। তখন ভেতরে থাকা দুজন তাঁকে ফেলে দেওয়ার চেষ্টা করেন ধারালো অস্ত্র দিয়ে আঘাতের মাধ্যমে। একপর্যায়ে তাঁরা ব্যর্থ হয়ে চালককে একটি মুঠোফোন ফেরত দেন।
মদনপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অভিযান চালানো হলেও এখনো ছিনতাইকারী চক্র বা অটোরিকশার সন্ধান মেলেনি।
বন্দর থানার পরিদর্শক মোহাম্মদ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি। ধারণা করা হচ্ছে মদনপুর থেকে লাঙ্গলবন্দের মাঝামাঝি কোথাও ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মদনপ র ঘটন ট করছ ন স এনজ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা শাখার কার্যনির্বাহী কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ফজর আলী গার্ডেন ভবনে অবস্থিত এস, আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানার শাখার উদ্যোগে আয়োজিত পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ঔষধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মো. আবদুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম দুলালের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি মো. আরশাদ আলী, সহ-সভাপতি মো. শাহ আলম চিশতী, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল ইসলাম স্বপন, রূপগঞ্জ থানা শাখার সভাপতি এস, এম শাহাদাত, ফতুল্লা থানা শাখার সভাপতি মো. জাকির হোসেন সোহেল, সিদ্ধিরগঞ্জ থানা শাখার প্রধান উপদেষ্টা মো. আসলাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জহির, সহ-সভাপতি এম এ রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস শিকদার ও এস, আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. শহিদুল ইসলাম শাহেদ প্রমূখ।