ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ঝুলে থাকা এক যুবককে ছুরিকাঘাতের চেষ্টা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, অটোরিকশার ভেতরে থাকা দুই ব্যক্তি পেছনে ঝুলে থাকা যুবককে বারবার ছুরি দিয়ে আঘাত করছেন ও ফেলে দেওয়ার চেষ্টা করছেন।

ধারণা করা হচ্ছে, পেছনে ঝুলে থাকা ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাটির চালক, আর ভেতরে থাকা দুজন তাঁর গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। ঘটনাটি কবে ও কোথায় ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। তবে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি আমরা দেখেছি। তবে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। ঘটনাস্থল শনাক্ত ও প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।’

ভিডিওটি ২৩ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজারগামী বাসের যাত্রী নাজির উদ্দিন শাহ তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেন। তিনি দাবি করেন, ঘটনাটি ঘটেছে দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে বন্দর উপজেলার মদনপুর এলাকায়। ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, চলন্ত সিএনজিচালিত অটোরিকশার পেছনের বাম্পারে দাঁড়িয়ে থাকা এক যুবক গাড়ির ছাদের প্লাস্টিকের কাভার ধরে আছেন। ভেতরে থাকা দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করছেন ও ফেলে দেওয়ার চেষ্টা করছেন। তবু ওই যুবক প্রাণপণ চেষ্টা করছেন গাড়িতে ওঠার। দৃশ্যটি পেছনে থাকা বাসের এক যাত্রী তাঁর মুঠোফোনের ক্যামেরায় ধারণ করেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ২৩ অক্টোবর দিবাগত রাত ১টা থেকে ২৪ অক্টোবর ভোর ৫টার মধ্যে মহাসড়কের মদনপুর এলাকায় ঘটনাটি ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার সময় চালক গাড়ির পেছনে ঝাঁপিয়ে পড়েন। তখন ভেতরে থাকা দুজন তাঁকে ফেলে দেওয়ার চেষ্টা করেন ধারালো অস্ত্র দিয়ে আঘাতের মাধ্যমে। একপর্যায়ে তাঁরা ব্যর্থ হয়ে চালককে একটি মুঠোফোন ফেরত দেন।

মদনপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অভিযান চালানো হলেও এখনো ছিনতাইকারী চক্র বা অটোরিকশার সন্ধান মেলেনি।

বন্দর থানার পরিদর্শক মোহাম্মদ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি। ধারণা করা হচ্ছে মদনপুর থেকে লাঙ্গলবন্দের মাঝামাঝি কোথাও ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মদনপ র ঘটন ট করছ ন স এনজ

এছাড়াও পড়ুন:

বন্দরের নবীগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবুলের উঠান বৈঠক 

বন্দর উপজেলার নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান দুলাল’র সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল। 

বিকাল সাড়ে তিনটায় নাসিক ২৩ নং ওয়ার্ড এর কবিলের মোড় থেকে পদযাত্রা শুরু করে ৩১ দফার লিফলেট বিতরণ করতে করতে তিনি পৌঁছেন বৈঠকস্থলে। 

উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল সাত্তার, মহানগর ১৯ নং ওয়ার্ড থেকে যুবদল নেতা আক্তার হোসেনের নেতৃত্বে আবু সাঈদ, রয়েল আহমেদ, দয়াল, রমজান যুব নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে যোগদান করেন। এছাড়াও অন্যান্য ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ ও সমর্থক বিশাল মিছিল নিয়ে উঠান বৈঠকে যোগদান করেন।

বৈঠকে এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়ে তাদের বিভিন্ন সমস্যা ও দাবী উপস্থাপন করেন আবু জাফর বাবুলের সামনে। জবাবে তিনি বলেন, দল যদি আমাকে মনোনীত করে, আর আপনারা যদি আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেন তবে আমি আপনাদের সকল সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করব।

তিনি আর বলেন, “আমি আপনাদের মাঝে তারেক রহমানের একটি বার্তা পৌঁছে দিতে এসেছি। সেই বার্তাটি হল দেশ গঠনের জন্য ৩১ দফা। এই ৩১ দফায় এমন কিছু বাকি নেই যেন দেশ পরিচালনা করতে অন্য কিছু লাগবে।

আমাদের নেতা তারেক রহমান খুব বিচক্ষণ ও গভীর চিন্তার মানুষ, পরবর্তী রাষ্ট্র নায়ক। দেশ পরিচালনা করতে যা যা লাগবে তার বক্তৃতায় সুস্পষ্ট। আপনারা মনোযোগ দিয়ে তাহার বক্তব্য গুলো শুনলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।“ 

উঠান বৈঠক শেষে সবাইকে সাথে নিয়ে তিনি ২৫ নং ওয়ার্ডের ঢাকেশ্বরী পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করতে করতে এগিয়ে যান। সবশেষে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এবং পদযাত্রা শেষ করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে ইমাম-খতিব কনফারেন্স অনুষ্ঠিত
  • যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের সাকিব ও ইফতি
  • নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে: রিজওয়ানা হাসান
  • সোনারগাঁয়ের পঞ্চমীঘাটে মামুন মাহমুদের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প
  • বন্দরের নবীগঞ্জে শিল্পপতি বাবুলের উঠান বৈঠক 
  • বন্দরের নবীগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবুলের উঠান বৈঠক 
  • বন্দরে মহাসড়কে চলন্ত সিএনজিতে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল (ভিডিও)
  • আড়াইহাজরে ডাম্প ট্রাকচাপায় রিকশাচালক নিহত
  • বন্দরে ৭৮ কেঁজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার