এলভিস প্রিসলির নাতনি এখন কত টাকার মালিক
Published: 25th, October 2025 GMT
এলভিস প্রেসলির উত্তরসূরি বলে কথা। তাই ক্যারিয়ার শুরুর পর থেকে যা–ই করতেন, রাইলি কিয়োর নাম উঠলেই ঘুরেফিরে আসত এলভিস প্রেসলির কথা। তবে ব্যক্তিগত নানা উত্থান-পতন পেরিয়ে ধীরে ধীরে নিজের পরিচয়ে পরিচিত হচ্ছেন অভিনেত্রী। আসছে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘জে কেলি’। নতুন সিনেমার প্রিমিয়ার উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ার, ব্যক্তিগত জীবনসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন ৩৬ বছর বয়সী অভিনেত্রী।
রাইলির জন্মের আগেই তাঁর দাদা এলভিস প্রিসলি মারা যান। তবে সশরীর না থাকলেও ছোটবেলা থেকেই দাদার ছায়ায় বড় হয়েছেন তিনি। ‘এলভিসের শেফরা আমাদের জন্য রান্না করতেন—এটা খুবই বিশেষ কিছু। খাবারগুলো ছিল একদম দারুণ; শাকসবজি, ভাজা ক্যাটফিশ, ফ্রায়েড চিকেন, হাশ পাপিজ, কর্নব্রেড আর বিনস। ডেজার্টে কলার পুডিং। একেবারে বাড়ির খাবারের মতো,’ বলেন রাইলি।
তবে রাইলির জীবন সব সময় মসৃণ ছিল না। ২০২০ সালে তাঁর ছোট ভাই আত্মহত্যা করেন। ২০২৩ সালে মা লিসা মেরিও চলে যান। দাদি প্রিসিলা প্রেসলির সঙ্গে সম্পত্তি এবং গ্রেসল্যান্ডের উত্তরাধিকার নিয়ে আইনি লড়াইয়ে নামতে হয়। এর মধ্যেই আবার ডেইজি জোনস অ্যান্ড দ্য সিক্স সিরিজের জন্য আসে এমি মনোনয়ন। সব মিলিয়ে অম্ল-মধুর এক সময় তাঁকে পার করতে হয়েছে।
রাইলি কিয়ো। ছবি: এএফপি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম বন্দরের বেসরকারি ডিপো মালিকদের কর্মসূচি স্থগিত
চট্টগ্রাম বন্দরে বেসরকারি কন্টেইনার ডিপোর মালিকদের ডাকা ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দর কার্যালয়ে বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস এবং বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের যৌথ বৈঠকের পর এক মাসের জন্য কর্মসূচি স্থগিত করার কথা জানানো হয়েছে।
আরো পড়ুন:
৯০০ মে. টন পেঁয়াজ আমদানির অনুমতি, দাম কমছে
কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর, বেড়েছে রাজস্ব আয়
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
চট্টগ্রাম বন্দরের অফডক মাশুল বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছিলেন বেসরকারি ডিপো মালিকরা। তাদের দাবি, বর্তমান মাশুল দিয়ে পরিচালনা সম্ভব নয়। নতুন মাশুল অনুমোদিত না হওয়ায় তারা রপ্তানিপণ্য লোড বা খালি কন্টেইনার হ্যান্ডলিং বন্ধের সিদ্ধান্ত নেন।
এরই প্রেক্ষিতে গতকৃল বুধবার বন্দর কার্যালয়ে বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস এবং বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বেসরকারি ডিপো মালিকরা আজ বৃহস্পতিবারের কর্মসূচি থেকে সরে আসেন। তারা এক মাসের জন্য কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন।
ডিপো মালিকরা বলেন, ২০১৬ সালের পর থেকে ট্যারিফ অপরিবর্তিত। এই সময়ে শ্রমিকদের মজুরি বেড়েছে। ব্যয় বেড়েছে। পুরোনো হার ধরে কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। এজন্যই তারা কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন।
ঢাকা/রেজাউল/মাসুদ