বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ, আবেদন শেষ ২৯ অক্টোবর
Published: 26th, October 2025 GMT
বেসরকারি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন বিভাগে স্থায়ী ও পূর্ণকালীন পদে জনবল নিয়োগ দেবে।
পদগুলো ও যোগ্যতা
সহকারী অধ্যাপক, ফার্মেসি বিভাগ: প্রার্থীর কাছে প্রাসঙ্গিক ক্ষেত্রে পিএইচডি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যূনতম জিপিএ–৩.০০ থাকতে হবে। শিক্ষাদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
লেকচারার, ফার্মেসি বিভাগ: স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যূনতম জিপিএ–৩.
অধ্যাপক, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল: প্রার্থীর পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে ১১ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা অথবা ১৪ বছরের সরকারি/প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ৮ বছর সহকারী অধ্যাপক বা তার উচ্চতর পদে শিক্ষকতা। প্রকাশনা অন্তত ১১টি, যার মধ্যে ৫টি Scopus/Web of Science/ISI-সূচিবদ্ধ জার্নাল/বই বা অধ্যায়।
আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পুনর্নিয়োগ, পদ ১২৭১৬ অক্টোবর ২০২৫সহযোগী অধ্যাপক, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল: পিএইচডি বা সমমানের ডিগ্রি, কমপক্ষে ৭ বছরের শিক্ষকতা বা ৯ বছরের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা। প্রকাশনা অন্তত ৫টি, যার মধ্যে ৩টি প্রথম লেখক হিসেবে।
সহকারী অধ্যাপক, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল: পিএইচডি বা সমমানের ডিগ্রি, ন্যূনতম জিপিএ–৩.০০। এমএস/এমএসসি অথবা সমমানের ডিগ্রি এবং দুই বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকতে হবে।
লেকচারার, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল: চার বছরের স্নাতক ডিগ্রি, ন্যূনতম জিপিএ–৩.৫০। মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনআনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি, পদ ৬৭১৩ অক্টোবর ২০২৫আবেদনপদ্ধতি
যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট ফর্ম (www.uap-bd.edu) পূরণ করে ২৯ অক্টোবর ২০২৫-এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ (শিক্ষাগত সনদ, মার্কশিট, অভিজ্ঞতার সনদ, প্রকাশনা, জাতীয় পরিচয়পত্র, ছবি ইত্যাদি) একটি পিডিএফ ফাইলে [email protected]তে পাঠাবেন। হার্ডকপি গ্রহণযোগ্য নয়।
একনজরে
শিক্ষাপ্রতিষ্ঠান: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
পদ: সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রফেসর, লেকচারার
বিভাগ: ফার্মেসি ও কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল
কর্মস্থল: ঢাকা
আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৫
আবেদন: অনলাইনে [email protected]
আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৬: অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, পরীক্ষা কোন সিলেবাসে২১ অক্টোবর ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন য নতম জ প এ ৩ সমম ন র ড গ র প এইচড সহক র বছর র
এছাড়াও পড়ুন:
খুলনা বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিনে পিএইচডির সুযোগ, আবেদন শেষ ২০ নভেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্কুলের আওতাধীন ডিসিপ্লিনে জানুয়ারি ২০২৬ সেশনে পিএইচডি ফেলো প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
# আবেদনপত্র জমার শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৫।
ভতি৴র যোগ৵তা —
১. সংশ্লিষ্ট অ্যাপ্লায়েড বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের অথবা দেশের অন্য কোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টাস৴ ডিগ্রি থাকতে হবে অথবা অন্য কোনো দেশি–বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি (যা ইউজিসি কর্তৃক সমমানের ডিগ্রি হিসেবে স্বীকৃত) থাকতে হবে।
২. প্রার্থীকে কমপক্ষে ১৭ বছর শিক্ষাকাল শেষ করতে হবে।
৩. বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রে ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানে ইউজিসি কর্তৃক অনুমোদনের প্রমাণপত্র এবং অনুমোদিত ক্যাম্পাস থেকে ডিগ্রি অর্জনের প্রমাণপত্র দাখিল করতে হবে।
শিক্ষাগত যোগ৵তা —
১. এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় যেকোনো একটিতে প্রথম বিভাগ (সিজিপিএ–৪.০০–এর মধ্যে ৩.০০ এবং ৫.০০–এর মধ্যে ৩.৫০)।
২. স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির যেকোনো একটিতে প্রথম শ্রেণি (সিজিপিএ–৪.০০–এর মধ্যে ৩.০০ এবং ৫.০০–এর মধ্যে ৩.৫০) থাকতে হবে।
৩. কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণ করা হবে না।
# বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.ku.ac.bd