সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার
Published: 26th, October 2025 GMT
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে সক্রিয় ছিনতাইচক্রের তিন জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রোববার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। এর আগে, শনিবার (২৫ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইস্পাহানী সোনাচারা এলাকার মো.
র্যাব জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মহাসড়কে সিএনজি, অটোরিকশা ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মহাসড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে সংবাদ প্রকাশের পর র্যাব-১১ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি গোয়েন্দা দল শনিবার রাত ১১টার দিকে চিটাগাং রোড এলাকায় অভিযান চালায়। এসময় সাইদুল বেপারীসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায়, তাদের মধ্যে সাইদুল বেপারী চক্রের মূলহোতা। তারা সংঘবদ্ধভাবে ভয়ভীতি দেখিয়ে পথচারী ও যানবাহনের চালকদের কাছ থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নিত।
তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার কদমতলী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ছ নত ই স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা শাখার কার্যনির্বাহী কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ফজর আলী গার্ডেন ভবনে অবস্থিত এস, আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানার শাখার উদ্যোগে আয়োজিত পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ঔষধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মো. আবদুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম দুলালের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি মো. আরশাদ আলী, সহ-সভাপতি মো. শাহ আলম চিশতী, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল ইসলাম স্বপন, রূপগঞ্জ থানা শাখার সভাপতি এস, এম শাহাদাত, ফতুল্লা থানা শাখার সভাপতি মো. জাকির হোসেন সোহেল, সিদ্ধিরগঞ্জ থানা শাখার প্রধান উপদেষ্টা মো. আসলাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জহির, সহ-সভাপতি এম এ রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস শিকদার ও এস, আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. শহিদুল ইসলাম শাহেদ প্রমূখ।