নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর এর উপপরিচালক এ, এইচ, এম রাসেদ বলেছেন, নারায়ণগঞ্জকে একটি পরিবেশবান্ধব ও টেকসই শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শিল্পায়ন ও নগরায়নের ফলে পরিবেশের উপর যে চাপ সৃষ্টি হচ্ছে, তা মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে একটি দূষণমুক্ত ও টেকসই নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।

রোববার (২৬ অক্টোবর) তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে অনুষ্ঠিত  সভায় মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, ব্যবহারে নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর এর উপপরিচালক এ, এইচ, এম রাসেদ। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, পরিদর্শকবৃন্দ এবং পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলার কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল মাহমুদ।

সভায় বাপা নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি মাহবুবুব রহমান মাসুম, বাপা নারায়ণগঞ্জ অঞ্চলের সাধারণ সম্পাদক মো: তারিক বাবু, পরিবেশ রক্ষা ও উন্নয়ণ সোসাইটির চেয়ারম্যান মো: হোসাইন, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়া, পরিবেশবিদ মো: খালেদ মোশারফ, মাইক্রো ফাইবার গ্রুপের সহকারী ম্যানেজার পারভেজ আহমেদ সুজন, ইপিলিয়ান লিমিটেড এর ম্যানেজার মো: আল-আমিন ইসলাম, জলমল টেক্সটাইল মিলস (প্রা:) এর ম্যানেজার নজরুল ইসলাম, আজিজুল রি-সাইকেলিং এন্ড ই-ওয়েষ্টজ  কোম্পানি লিমিটেড এর ম্যানেজার আরিফুল ইসলাম এবং আল-বাকারা স্টীল কো: লিমিটেড ম্যানেজার রুবেল আলম সহ আরও অনেকই বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তারা বলেন, শিল্পায়ন ও নগরায়নের ফলে পরিবেশের উপর যে চাপ সৃষ্টি হচ্ছে, তা মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে একটি দূষণমুক্ত ও টেকসই নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।

সভায় আগামী নভেম্বর মাসব্যাপী বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি, ক্যাম্পেইন, প্রচারাভিযান ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, পরিবেশ সংরক্ষণে তারুণ্যের ভূমিকা অনন্য। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, সবাই সম্মিলিতভাবে কাজ করলে নারায়ণগঞ্জ হবে একটি পরিবেশবান্ধব ও টেকসই শহর।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ও ট কসই

এছাড়াও পড়ুন:

জামায়াত কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি কর্মীদের হামলা : প্রতিবাদ, শাস্তি দাবি

সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের জামায়াতে ইসলামী কর্মী মো. কামাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এবং নারায়ণগঞ্জ-৩ আসন থেকে জামায়াতের এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে উল্লেখ কার হয়েছে, গত ২২ অক্টোবর বুধবার রাতে বিএনপি কর্মী মুশফিকুর রহমান মোহন মিয়ার নেতৃত্বে কয়েকজন উচ্ছৃঙ্খল কর্মী দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কামাল হোসেনের দোকানে হামলা চালায়।

তারা দোকানের আসবাবপত্র ভাঙচুর করে ও দোকান থেকে চেয়ার-টেবিল বাইরে ফেলে দেয়। হামলাকারীরা কামাল হোসেনকে হুমকি দেয় যেন তিনি জামায়াতে ইসলামী ত্যাগ করেন।

পরবর্তীতে ২৪ অক্টোবর শুক্রবার রাতে সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু মিয়া, তার ভাই মোহন মিয়া, বিএনপি কর্মী রূপচান মিয়া, রুবেল মিয়া ও আরও ১৫-২০ জন মোটরসাইকেলযোগে এসে দোকানে হামলা চালায়। 

তারা কামাল হোসেনকে দোকান থেকে টেনে-হিঁচড়ে বের করে হত্যার চেষ্টা করে। স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করলেও হামলাকারীরা অপর এক জামায়াত কর্মী জুম্মন মিয়ার ওপরও আক্রমণ করে।

এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে, যাতে ভবিষ্যতে কেউ এমন সহিংস কর্মকাণ্ডে জড়াতে সাহস না পায়।

জুলাই বিপ্লবের পর জনগণ দেশে একটি সন্ত্রাসমুক্ত পরিবেশের প্রত্যাশা করেছিল। কিন্তু বিএনপি কর্মীদের এমন আচরণ সে প্রত্যাশাকে ব্যাহত করছে। তারা বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, যেন দলীয় কর্মীদের নিয়ন্ত্রণে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ফতুল্লায় বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • ৩১ দফার আলোতে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে : সজল
  • নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে বাদীর ওপর হামলা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  •  ১১ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও ৩১ দফার লিফলেট বিতরণ 
  • সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার
  • মোবাইল আমাদের সকল আনন্দ কেড়ে নিয়েছে : জেলা প্রশাসক
  • আগামী সরকার হবে বিএনপির : খোরশেদ
  • জামায়াত কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি কর্মীদের হামলা : প্রতিবাদ, শাস্তি দাবি
  • প্রক্সি নিয়োগ পরীক্ষা দেওয়ায় জনতা ব্যাংকের কর্মকর্তাকে কারাদণ্ড