রবিন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. তানভীর আহমেদের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

রবিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. শাহ আলী স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য এ শোক প্রকাশ করেছেন। 

আরো পড়ুন:

জগন্নাথ হল ট্রাজেডি স্মরণে ঢাবিতে শোক

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবিতে শোক

এর আগে, রবির সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড.

মো. তানভীর আহমেদের বাবা শামসুদ্দিন আহমেদ (৮২) গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত দেড়টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শোক বার্তায় রবি উপাচার্য বলেন, “শামসুদ্দিন আহমেদ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বাংলা একাডেমির উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব পালন করেছেন। তার ছেলে-মেয়েদের যথাসময়ে উচ্চশিক্ষিত করে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

তিনি বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার এই গুণী ব্যক্তির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

ঢাকা/হাবিবুর/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য কর ছ ন আহম দ

এছাড়াও পড়ুন:

স্বৈরশাসন শেষ করতে দেশে ফিরবেন মারিয়া মাচাদো

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো ভেনেজুয়েলার ‘স্বৈরশাসন’ শেষ করতে চান। এ জন্য দেশে ফেরার সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। প্রায় এক বছর আড়ালে থাকার পর বৃহস্পতিবার নরওয়ের অসলোতে প্রকাশ্যে এসে তিনি এ অঙ্গীকার করেন।

আরও পড়ুনভেনেজুয়েলা সরকারের হুমকির মধ্যেও নোবেল নিতে যাবেন মাচাদো০৭ ডিসেম্বর ২০২৫

মাচাদো গত বুধবার দিবাগত রাতে নরওয়ের অসলোতে পৌঁছান। তাঁর অসলো পৌঁছানোর খবর নিশ্চিত করেন নোবেল কমিটির প্রধান। তবে মাচাদো সশরীর পুরস্কার গ্রহণ করতে পারেননি। বুধবার অসলোর সিটি হলে আনুষ্ঠানিকভাবে শান্তিতে নোবেল বিজয়ীর পুরস্কার তুলে দেওয়া হয়। ভেনেজুয়েলার বিরোধীদলীয় এই নেতার পক্ষে তাঁর মেয়ে আনা কোরিনা সোসা পুরস্কার গ্রহণ করেন।

আরও পড়ুনআত্মগোপনে থাকা মাচাদো ১১ মাস পর প্রকাশ্যে, পৌঁছেছেন অসলোতে১৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ