রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গুদামে আগুন লাগার ১২ দিনের মাথায় মার্জিয়া সুলতানা (১৪) নামে আরেক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৭।

রবিবার (২৬অক্টোবর) সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

আরো পড়ুন:

মিরপুরে আগুনে পুড়ে নিহত ১৬ জনের মরদেহ ঢামেকে

বুয়েট ও ঢামেকে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান

রূপনগর থানার এসআই মিজানুর রহমান বলেন, রূপনগরে পোশাক কারখানায় আগুনের ঘটনায় আরো এক মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছ, মরদেহটি একজন নারীর।

ঘটনার প্রথম দিন থেকে ১৭ জন নিহতের দাবি করে আসছিলেন আগুনে পোড়া কারখানাটির শ্রমিক ও তাদের স্বজনরা। ডিএনএ নমুনা মিলে গেলে মরদেহ হস্তান্তর করবে পুলিশ।

মার্জিয়া সুলতানার (১৪ লাশের দাবিদার হয়েছেন সুলতান মিয়া, যার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার গোল্লা রাজাপুর গ্রামে। তার দাবি, এই লাশটি তার মেয়ে মার্জিয়ার। 

গত ১৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরে পোশাক কারখানা ও কেমিকেল গোডাউনে আগুন লাগে। সেদিনই ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন রাতেই মরদেহগুলো ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা/বুলবুল/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন র পনগর

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা জামিল মালিথাকে (৪০) গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলা ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬ হাজার টাকা।

জামিল মালিথা ফিলিপনগর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে। তিনি আলোচিত ‘চল্লিশ বাহিনী’র প্রধান রাখিবুল ইসলাম রাখির ঘনিষ্ঠ সহযোগী এবং ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। 

বিজিবি সূত্রে জানা গেছে, জামিল একজন চিহ্নিত অস্ত্র ও মাদক কারবারি। ভারত থেকে অবৈধভাবে আধুনিক আগ্নেয়াস্ত্র-বিশেষ করে অটোমেটিক পিস্তল পাচারের সঙ্গে তার সংশ্লিষ্টতার রয়েছে।

আটক জামিলের ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, “জামিলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, জামিলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বিজিবি রাতেই তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে।

ঢাকা/কাঞ্চন/এস

সম্পর্কিত নিবন্ধ

  • কুষ্টিয়ায় অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার