১ মাসেও দায়িত্ব বুজে পাননি বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
Published: 27th, October 2025 GMT
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিদের্শনার পরও বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব বুজে পাননি সহকারী প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন।
গত ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো: মাঈন উদ্দিন সাক্ষরিত এক চিঠিতে (স্মরক নম্বর: ৩৭.০২.০০০০.০০০.১০৫.২৭.০০৪৩.২৩.৯১২) তাকে বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিশেবে দায়িত্ব প্রদান করা হয়।
স্মারকে উল্লেখ করা হয়, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের জন্য একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে আবেদন করেছেন।
বর্ণিত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.
স্মারকের অনুলিপি দেয়া হয়েছে, পরিচালক, পরিচালকের দপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চল, ঢাকা। আঞ্চলিক উপপরিচালক, বিদ্যালয় ও পরিদর্শন শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চল, ঢাকা।
সিনিয়র সিস্টেম এনালিস্ট (অতিরিক্ত দায়িত্ব), ইএমআইএস সেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ। অধ্যক্ষ, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ, বন্দর, নারায়ণগঞ্জ। এবং সংরক্ষণ নথি, বেসরকারি কলেজ শাখা, মাউশি অধিদপ্তর।
উল্লেখিত নির্দেশনার এক মাস পেরিয়ে গেলেও মো: ইসমাইল হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ারে বসতে পারছেন না। যদিও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের জন্য গত ১ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন মো: ইসমাইল হোসেন। কিন্তু তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আতিকুর রহমান জানান, আমি একদিন বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের গিয়েছিলাম। তখন শুনেছি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নতুন একজন নিয়োগ হওয়ার কথা।
পরবর্তীতে কি হয়েছে আমি জানি না। তবে এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেন। তিনি বিস্তারিত বলতে পারবেন। আমি নিজেও খোঁজ নিচ্ছি।
বন্দর উপজেলা মাধ্যমিক অফিসার মো: আব্দুল কাইয়ুম খান বলেন, স্কুলের সভাপতি এডিসি জেনারেল। সভাপতি মহোদয় দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা। এ বিষয়ে সভাপতি মহোদয় বলতে পারবেন।
পরে এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হুসাইনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ক ল কল জ ন র য়ণগঞ জ অফ স র
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৯নং ওয়ার্ড যুবদলের দোয়া
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিগঞ্জের ৯নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সিকদার বাড়ি পুল এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র সহ-সভাপতি নুর আলম প্রধানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, সদস্য শহিদুল ইসলাম, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, যুগ্ম-সম্পাদক সবুজ, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না, যুবদল নেতা নাদিম সিকদার, আসলাম, সানোয়ার, রনি, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা পাভেল ও শ্যামল প্রমূখ।