শ্রম আইন সংশোধন করে সরকার যে অধ্যাদেশ জারি করেছে, সেটি দেশের শ্রম খাতের ইতিহাসে বড় ঘটনা। গণ-অভ্যুত্থানের কারণে শ্রম আইন সংশোধনের অধ্যাদেশটা হয়েছে। গণ-অভ্যুত্থানে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের মধ্যে শ্রমিকেরা ছিলেন উল্লেখযোগ্যসংখ্যক।

শ্রমিক-মালিক-শিক্ষক-গবেষকসহ সংশ্লিষ্ট সবাই দীর্ঘ সময় শ্রম সংস্কার কমিশন ও ত্রিপক্ষীয় পরামর্শক পরিষদে (টিসিসি) আমরা আলাপ-আলোচনা ও তর্ক-বিতর্কের মধ্য দিয়ে শ্রম আইনের এই সংশোধনে পৌঁছাতে পেরেছি। সাধারণত দেখা যায়, কোনো আইন করার আগে একটি পক্ষের বেশি প্রভাব থাকে কিংবা সব পক্ষ মিলে এক পক্ষ হয়ে যায়। তবে শ্রম আইনের ক্ষেত্রে সেটি হয়নি। কিছু কিছু জায়গায় সরকার সিদ্ধান্ত নিয়েছে। দিন শেষে সংশোধিত শ্রম আইন শ্রমিক ও শ্রম খাতের বিকাশের জন্য একটি বড় অগ্রগতি।

শ্রম আইন সংশোধনে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে। তার মধ্যে আছে পাঁচ বছরের পরিবর্তে তিন বছর পরপর মজুরি পুনর্নির্ধারণ। ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজ করা হয়েছে। আগে ২০ শতাংশ শ্রমিকের সম্মতি লাগত। এখন সেটি সংখ্যায় নামিয়ে আনা হয়েছে। এতে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ বাড়বে। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে। যদিও আমরা মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি করেছিলাম।

শ্রম আইনে কী কী পরিবর্তন এসেছে, তা নিয়ে শ্রমিকদের মধ্যে ব্যাপকভাবে প্রচার চালাতে হবে। এ ছাড়া বর্তমান সরকারের সময়ে চর্চাও শুরু হওয়া দরকার। এ জন্য আইন বাস্তবায়নে শিগগিরই নতুন বিধিমালা করতে হবে। কিছু বিষয়ে শিল্পমালিকদের মধ্যে শঙ্কা কাজ করছে। তবে শিল্পমালিকদের সংশয়ের কিছু নেই। বর্তমান পরিপ্রেক্ষিতে সবাইকেই দায়িত্বশীল হওয়া উচিত। তাহলেই বিনিয়োগ বৃদ্ধি পাবে। অর্থনীতিতে গতিশীলতা আসবে।

মজুরি পুনর্নির্ধারণ তিন বছর পরপর করার কারণে শ্রমিকেরা সুফল পাবেন। দীর্ঘদিন ধরে শ্রমিকেরা পাঁচ বছরের পরিবর্তে তিন বছর অন্তর মজুরি মূল্যায়নের দাবি করছিলেন শ্রমিকেরা। কারণ, যে মজুরি তাঁরা পান, তা দিয়ে তাঁদের জীবন চলে না। মজুরি নিয়ে নতুন বিধানটি শ্রমিকদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

তাসলিমা আখতার সভাপ্রধান, গার্মেন্ট শ্রমিক সংহতি

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কাবাডি বিশ্বকাপে ভারতের কাছে হারল মেয়েরা

নারী কাবাডি বিশ্বকাপের এবারের আসরে প্রথম হার দেখল বাংলাদেশ। পরপর দুই জয়ের পর মিরপুর সোহরাওয়ার্দী স্টেডিয়ামে আজ বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ৪৩-১৮ পয়েন্টে হেরেছে শাহনাজ পারভীনের দল। আগামী শনিবার ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড।

ভারতের বিপক্ষে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ছয় মিনিটের মধ্যেই স্বাগতিকদের অলআউট করে স্কোর ১২-৫ করে নেয় চ্যাম্পিয়নরা। রূপালি-বৃষ্টিরা মাঝেমধ্যে প্রতিরোধ তোলার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ভারতের গতি ধরে রাখা যায়নি। আরেকবার অলআউট হয়ে পড়ে দল।

এতেই প্রথমার্ধে ২৯-৮ পয়েন্টে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বিরতির পর চিত্র বদলায়নি। ভারতের দারুণ দাপটে তৃতীয়বারের মতো অলআউট হয়ে যায় লাল-সবুজের মেয়েরা। ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪২-১৫। শেষ দিকে তিন পয়েন্ট তুলতে পারলেও ভারতের নাগাল পাওয়া আর সম্ভব হয়নি।

আরও পড়ুননারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে উড়িয়ে দিল বাংলাদেশ১৮ নভেম্বর ২০২৫

এর আগে ‘এ’ গ্রুপেই উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছে ৫৭-২৭ পয়েন্টে।

পরপর দুই জয়ের পর হার দেখল বাংলাদেশ

সম্পর্কিত নিবন্ধ

  • ১৩ খাতের শ্রমিকের মজুরি বাড়াতে হবে আগামী বছর
  • কাবাডি বিশ্বকাপে ভারতের কাছে হারল মেয়েরা
  • শ্রমিকের মজুরি ৩ বছর পরপর বাড়বে
  • ৩ বছর পরপর বাড়বে মজুরি
  • কপ ঘিরে নানা দুর্বলতা, সংস্কারের আহ্বান