দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এসে ফের ভারতে ঢোকার চেষ্টার সময় সায়েদা বেগম নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি বলেন, ‘‘বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রানীনগর সীমান্তের ২৯৮/৬ এস পিলারের কাছ থেকে ওই নারীকে আটক করা হয়। তিনি ভারতের জয়পুর জেলার ট্রিপোলিয়া থানার দেবদাস নগর গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী। অবৈধভাবে তিনি বাংলাদেশে এসেছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/মোসলেম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দলের সদস্যপদ ফিরে পেলেন বিএনপি নেতা আছাদ মাতুব্বর

দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আছাদ মাতুব্বরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, মো. আছাদ মাতুব্বর দলের আদেশ অমান্য করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন। এ কারণে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য তার আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরো পড়ুন:

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মিছিল

যুবদল নেতা হত্যায় বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে: র‌্যাব

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মো. আছাদ মাতুব্বর সাংবাদিকদের বলেন, “আমি দলের আদেশ অমান্য করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের নির্বাচন করেছিলাম। সেজন্য দল আমাকে বহিষ্কার করেছিল। আমি দলের সিদ্ধান্ত তখন মাথা পেতে নিয়েছিলাম। এখন দলীয় পদ ফিরে পেতে আবেদন করলে দল আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছে। আমি দলের প্রতি সন্তুষ্ট। এখন থেকে পুনরায় দলের জন্য নিষ্ঠার সাথে কাজ করব।”

মো. আছাদ মাতুব্বর ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য এবং দুই বারের সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকুর আস্থাভাজন হিসেবে পরিচিত।

ঢাকা/তামিম/বকুল 

সম্পর্কিত নিবন্ধ