তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে শিল্পপতি বাবুলের দিনব্যাপী কর্মসূচী
Published: 20th, November 2025 GMT
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান’র ৬১তম জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল দশটায় শহরের মিশনপাড়াস্থ নিজ কার্যালয়ে আয়োজিত হয় রক্তদান কর্মসূচী। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগৃহীত রক্ত দান করা হয় রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ এর ব্লাড ব্যাংকে।
এরপর নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিজ কর্মী দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করান এবং তার অর্থায়নে হাসপাতালের জন্য দুটি হুইলচেয়ার, হাসপাতালের সামনের যানজট নিরসনে একটি হ্যান্ড মাইক এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ১০ টি ময়লার বিন প্রদান করে। তাছাড়া নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুটি হুইল চেয়ার এবং বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি হুইলচেয়ার প্রদান করা হয়।
এছাড়া সকাল থেকে তার উদ্যোগে বন্দর উপজেলার পুরানবন্দর চৌধুরীবাড়ি এলাকার ছালা পাগলার দরবার প্রাঙ্গণে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন। আবু জাফর বাবুলের অর্থায়নে এবং মেডিভিশন আই হাসপাতালের সহায়তায় ডাক্তার লোকমান হোসেনের মাধ্যমে করা হয় এই আয়োজন।
দুপুরে মাদ্রাসার এতিম ও তলবে এলেম শিক্ষার্থীদের নিয়ে করা হয় দোয়া ও মেহমানদারীর আয়োজন । বন্দর উত্তর লক্ষণখোলা, কড়ইতলা, মদীনাতুল উলূম মাহমুদিয়া মাদ্রাসার ৭ শতাধিক এতিম ও তলবে এলেম শিক্ষার্থী এবং ৩ শতাধিক বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় ব্যাক্তিবর্গ নিয়ে করা হয় এই আয়োজন।
সেখানে তারেক রহমান ও বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহতামিম মুফতি মো.
এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক নাসিরুল্লাহ টিপু, মহানগর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সাত্তার, ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বাবুল মিয়া, মো. আজিম সাউদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান চুন্নু সাউদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল কাশেম, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. নুর মিয়া, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিউদ্দিন সোহেল প্রদান, সহ-সভাপতি মো. সেলিম, মো. আমানত প্রধান, সহ-সাধারণ সম্পাদক মো. ফারুক প্রধান, সাংগঠনিক সম্পাদক ইসলাম নাড়ু, সহ সাংগঠনিক সম্পাদক মো. ইমদাদুল হক, ২৭ নং ওয়ার্ড সভাপতি মো. ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মো. রমজান মিয়া, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান বাদল, ধামগড় ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সভাপতি হাজী হাসান, ৯ নং ওয়ার্ড সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহআলম সাউদ, সাংগঠনিক সম্পাদক মো. খালেক মিয়া ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও নারায়ণগঞ্জ আদর্শ স্কুল এবং নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা লাইব্রেরীতে জিয়াউর রহমানের জীবনী এবং বাংলাদেশ গড়ার পেছনে তার অবদান সম্পর্কিত বিভিন্ন বই প্রদান করা হয় ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ত র ক রহম ন ন র য়ণগঞ জ ব এনপ র দ ন কর রহম ন
এছাড়াও পড়ুন:
না’গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের বাস্তবায়নে না.গঞ্জ সদরে এক প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় সদর উপজেলা কার্যালয় চত্বরে প্রতিবন্ধী ব্যক্তি মীর হোসেনের হাতে চা দোকানের সামগ্রী তুলে দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. লিটনসহ সংগঠনের অন্যানরা।
প্রতিবন্ধী ব্যক্তিদের আয়বর্ধক ক্ষুদ্র ব্যবসায় অংশগ্রহণ কর্মসূচির আওতায় অনুদান হিসাবে চা দোকানের সামগ্রী পেলেন প্রতিবন্ধী ব্যক্তি মীর হোসেন।