বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা করা হলেও শেষ পর্যন্ত মানুষ এই দলটিকেই ভোট দিয়ে নির্বাচিত করবে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

এই নেতা বলেন, ‘আগামী পাঁচ বছরের জন্য কারা দায়িত্ব পাবেন, বোঝা যায় তো না কি? আমি জানি না। আপনারা হয়তো বলতে চাইবেন না। আমি বলি, আমার তো মনে হয়...আমি কোনো বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না, আমি তো বিএনপি করি না। কিন্তু আমার মনে হয়, অনেক ক্রিটিসিজমের (সমালোচনা) পরেও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে।’

আজ সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।

সাংবাদিকদের ওয়াচডগের ভূমিকায় থাকতে হবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, সাংবাদিকেরা শুধু ওয়াচডগ নন, তারা মাঝে মাঝে পথপ্রদর্শকও হতে পারেন। যারা সাংবাদিকদের দাবিগুলো পূরণ করার অঙ্গীকার করবে, তাদের পেছনেও সাংবাদিকদের ওয়াচডগের মতো থাকতে হবে। তবে সাংবাদিকদের দাবিগুলো অন্তর্বর্তী সরকারের কাছে না জানিয়ে পরবর্তীতে যারা ক্ষমতায় যাবে তাদের কাছেই বলার পরামর্শ দেন নাগরিক ঐক্যের এই নেতা।

বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন প্রমুখ।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন বি‌জে‌সির নির্বাহী মিলটন আনোয়ার। বি‌জে‌সির ট্রাস্টিদের ম‌ধ্যে আলোচনায় অংশ নেন তালাত মামুন ও ফা‌হিম আহ‌মেদ। অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে বিবিসি মিডিয়া অ্যাকশন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র রহম ন ইসল ম ব এনপ

এছাড়াও পড়ুন:

ধর্মেন্দ্রকে কেন ‘সুপারস্টার’ বলা হয়নি?

অবশেষে গুঞ্জনই সত্যি হয়ে ধরা দিয়েছে। সোমবার (২৪ নভেম্বর) মুম্বাইয়ের বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলিউডের বরেণ্য অভিনেতা ধর্মেন্দ্র। তার বয়স হয়েছিল ৮৯ বছর। আজই মুম্বাইয়ের পবন হংসে তার শেষকৃত্য সম্পন্ন হবে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই, ইন্ডিয়া টুডে, এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।  

১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানা জেলার সাহনেওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র কেওয়াল কৃষণ দেওল। ছোটবেলায় সিনেমার পর্দা ছিল তার কাছে জাদুর জানালা। সেই গ্রাম থেকে, কাদামাখা রাস্তায় হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখেছিলেন, তিনিও একদিন বড় পর্দায় আলো ছড়াবেন। ফিল্মফেয়ার ম্যাগাজিনের ‘ট্যালেন্ট কনটেস্ট’-এ জয়ী হন। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ধর্মেন্দ্র। প্রথম সিনেমা মুক্তির পরই  নজর কাড়েন। তবে প্রকৃত সাফল্য আসে তারও কয়েক বছর পর। বিশেষ করে ‘শোলা আউর শবনম’ (১৯৬১), ‘বন্দিনী’ (১৯৬৩), ‘ফুল আউর পাথর’ (১৯৬৬) ও ‘সত্যকাম’ (১৯৬৯) সিনেমার মাধ্যমে।  

আরো পড়ুন:

বরেণ্য অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন

থমকে গেছে ক্রিকেটার-গায়কের বিয়ে: বাবার পর স্মৃতির হবু বর হাসপাতালে

‘ফুল আউর পাথর’ ধর্মেন্দ্রকে বক্স অফিস সফল তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে। সত্তরের দশকের শেষ অবধি, ধর্মেন্দ্র ধারাবাহিকভাবে বলিউডের শীর্ষস্থানীয় তারকাদের একজন ছিলেন। ‘অনুপমা’, ‘আদমি আউর ইনসান’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘সীতা অর গীতা’, ‘শোলে’, ‘লোফার’, ‘ইয়াদো কি বারাত’, ‘ধর্ম বীর’ এর মতো হিট সিনেমা উপহার দেন।  

আশির দশকে অ্যাকশন ঘরানার চলচ্চিত্রে মন দেন ধর্মেন্দ্র। ‘বদলে কি আগ’, ‘গুলামি’, ‘লোহা’, ‘এয়লান’ এর মতো মতো স্বল্প-বাজেটের সিনেমা সাফল্য পায় তার কাঁধে ভর করে। ৬৪ বছরের ক্যারিয়ারে, ধর্মেন্দ্র ৭৫টি হিট সিনেমায় অভিনয় করেছিলেন; যা কোনো হিন্দি চলচ্চিত্র অভিনেতার প্রধান চরিত্রে সর্বাধিক। এ তালিকায় যথাক্রমে রয়েছেন—অমিতাভ বচ্চন (৫৭টি), রাজেশ খান্না (৪২টি), শাহরুখ খান (৩৫টি), সালমান খান (৩৮টি)। 

ধর্মেন্দ্র তার সমসাময়িক এবং জুনিয়রদের চেয়ে বেশি হিট সিনেমা উপহার দিয়েছিলেন। তারপরও কখনো ইন্ডাস্ট্রির শীর্ষ তারকা ছিলেন না। ধর্মেন্দ্র যখন তার ক্যারিয়ার শুরু করেছিলেন, তখন এই ট্যাগটি দিলীপ কুমারের কাছে ছিল; পরে সত্তরের দশকে রাজেশ খান্না, পরবর্তীতে অমিতাভ বচ্চন খানিকটা লাইমলাইট কেড়েছিলেন। কিন্তু দর্শক মনে রাজত্ব করে গিয়েছেন গরম-ধরম।  

‘ইয়াদো কি বারাত’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘ধরম বীর’ দুজন নায়কের সিনেমা ছিল। অন্যান্য নায়কেরা তখন নিয়মিত একক হিট উপহার দিচ্ছিলেন। আশির দশকে যখন ধর্মেন্দ্র একক হিট সিনেমা দিয়েছিলেন, তখন চলচ্চিত্রগুলো অমিতাভ বচ্চন, বিনোদ খান্না বা ঋষি কাপুর অভিনীত সিনেমার চেয়ে কম বাজেটের ছিল। ৬টি ব্লকবাস্টার ও ৭টি সুপার হিট সিনেমার মালিক ধর্মেন্দ্র।  

বিস্ময়কর বিষয় হলো— এ নায়কের ১৫০টি সিনেমা ফ্লপ হয়েছিল, যা কোনো বলিউড তারকার জন্য দ্বিতীয় সর্বোচ্চ। এ কারণেই হয়তো ধর্মেন্দ্র কখনো ‘সুপারস্টার’ তকমা পাননি। তারপরও ধর্মেন্দ্র তথাকথিত ‘বি-গ্রেড’ অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনয়ের সিদ্ধান্তে অনুশোচনা করেননি।  

আশির দশকের শেষের দিকে এইচটিকে দেওয়া একটি সাক্ষাত্কারে ধর্মেন্দ্র বলেছিলেন, “আমার বয়স পঞ্চাশের বেশি। আমি আজকাল হেলিকপ্টার থেকে লাফ দিচ্ছি। এটি অবশ্যই একটি কীর্তি (হাসি)। কিন্তু কেউ বেছে নেওয়ার সামর্থ্য রাখে না। পুরোনো অভ্যাসগুলো মরে যায়। আমি সিনেমা খুব ভালোবাসি। আমি সুযোগ পেলেই সিনেমায় স্বাক্ষর করতে চাই; যদি জানিও যে, সিনেমাটি চলবে না, তবু আমি সেরাটি দেওয়ার চেষ্টা করি। এক বছরে এমন অনেক সিনেমা করি, যার গল্প একই; যার মধ্যে তিনটি খুব ভালো চলে।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ