নারায়ণগঞ্জের বন্দরে ‘চোর’ আখ্যা দিয়ে মো. পারভেজ (৩২) নামের এক নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার ভোরে উপজেলার সোনাচড়া এলাকার একটি বাড়ির সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত পারভেজ নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকার প্রয়াত তারা মিয়ার ছেলে। তিনি বন্দরের ঢাকেশ্বরী এলাকার একটি বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন।

পারভেজের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামী পারভেজ নির্মাণশ্রমিক। তাঁকে রাতে ধরে এনে বিদ্যুতের তার চুরির মিথ্যা অভিযোগে মারধর করে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, রোববার রাতে চুরির অভিযোগে পারভেজকে আটকে মারধর করে এলাকার লোকজন। আজ সকালে আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সোনাচড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও বলেন, নিহত পারভেজের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আছে। তাঁকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক র

এছাড়াও পড়ুন:

পঞ্চবটিতে পাইপলাইন ফেটে বন্ধ গ্যাস সরবরাহ, চরম ভোগান্তি

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় পঞ্চবটী-মুক্তারপুর উড়াল সড়কের পাইলিংয়ের সময় আবারও তিতাস গ্যাসের প্রধান পাইপলাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ১২ ইঞ্চি ব্যাসের এ পাইপলাইন ফেটে গেলে এলাকায় শোঁ-শোঁ শব্দে গ্যাস বের হতে থাকে এবং মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই তিতাস কর্তৃপক্ষ সিদ্ধিরগঞ্জের গোদনাইল অঞ্চল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। আজ রোববার (২৩ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও পাইপলাইনটি মেরামত করা সম্ভব হয়নি। 

এতে নারায়ণগঞ্জের বেশির ভাগ আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। গ্যাসনির্ভর শিল্পকারখানার উৎপাদনেও ব্যাপক ব্যাঘাত ঘটছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইপলাইন ফাটার পর মাটি ফেটে উঠে শব্দ হওয়ায় আশপাশের মানুষ দৌড়ে নিরাপদ স্থানে সরে যান। পরে তিতাসের কর্মীরা এসে সরবরাহ নিয়ন্ত্রণে নিয়ে কাজ শুরু করেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মশিউর রহমান বলেন, “২০ থেকে ২৫ ফুট গভীরে থাকা পাইপলাইনটি মাটি খুঁড়তে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গভীরে যেতে গেলে বারবার মাটি ভেঙে পড়ছে। 

নিরাপত্তার জন্য চারদিকে লোহার পাত বসানো হচ্ছে। সব প্রস্তুতি শেষ হলে মেরামত শুরু হবে। লাইন ঠিক করতে আরও পাঁচ–ছয় ঘণ্টা লাগতে পারে।”

অন্যদিকে তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশীদ জানান, “শনিবার থেকে মেরামতের কাজে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। সকালে হালকা চাপ দিয়ে কিছু এলাকায় সরবরাহ অব্যাহত রাখা হয়। তবে মূল মেরামতকাজ শুরু হলে আবারও পুরোপুরি সরবরাহ বন্ধ রাখতে হবে।”

উড়ালসড়ক প্রকল্পের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান বলেন, “শাসনগাঁও এলাকায় পাইলিংয়ের সময় দুর্ঘটনাবশত পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামতের জন্য তিতাস কাজ করছে।”

পঞ্চবটী মুক্তারপুর উড়ালসড়ক প্রকল্প শুরু হওয়ার পর ফতুল্লা ও আশপাশ এলাকায় অন্তত ২৫ বার তিতাসের প্রধান পাইপলাইন ফাটার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এসব ঘটনায় কয়েকবার অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি প্রায়ই গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। একই সঙ্গে শিল্পকারখানার উৎপাদনেও ধাক্কা লাগছে।

ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এম এ করিম বলেন, “পঞ্চবটি বিসিক রোডে গ্যাসের লাইন বিস্ফোরণের কারণে জরুরি ভিত্তিতে মেরামতের কাজ চলছে।

সকাল ১১টা থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নির্মাণকাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হবে। তিতাসের কর্মকর্তাদের বরাতে তিনি বলেন মেরামতের কাজ শেষ হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে।”
 

সম্পর্কিত নিবন্ধ

  • সম্মাননা পেলেন সাংবাদিক কন্যা মিম ইসলাম 
  • বন্দরে সাবেক কাউন্সিলর মুরাদের উদ্যাগে মিলাদ ও দোয়া  
  • পঞ্চবটিতে পাইপলাইন ফেটে বন্ধ গ্যাস সরবরাহ, চরম ভোগান্তি
  • ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারে ৭৭ নম্বর পিলারের ব্লকে ফাটলের চিহ্ন
  • ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারে ৭৭ নম্বর পিলারে ফাটলের চিহ্ন
  • ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারে ৭৭ নম্বর পিলারে ফাটলের চি
  • মাসুদুজ্জামানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ
  • মামুন মাহমুদকে গাড়ি উপহার দেইনি : মান্নান  
  • মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে সোনারগাঁয়ে মশাল মিছিল