আসামিদের জিজ্ঞাসাবাদে জন্য সব থানায় স্বচ্ছ কাঁচের ঘর নির্মাণের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। এই সুপারিশ বাস্তবায়িত হলে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন বন্ধ হবে। এছাড়া বেআইনি সমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণ, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা চেয়ে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ সংস্কার কমিশন।

সফর রাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ সংস্কার কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের সংস্কারের সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে এসব সুপারিশ রয়েছে।

পুলিশ বাহিনী সংস্কারের জন্য ২২টি আইনের সংশোধন ও পরিমার্জন চেয়েছে এই কমিশন।

কমিশন প্রধান বলেন, ২ লাখ ২০ হাজারের বেশি পুলিশকে তিন হাজারের বেশি আইন নিয়ে কাজ করতে হয়। সব আইন খুঁটিয়ে দেখা সম্ভব হয়নি। তবে ২২টি আইনের হয় সংশোধন, পরিমার্জন বা কোনো ক্ষেত্রে পরিবর্তন করতে হবে। ওই ২২টি আইনের কোন কোন ক্ষেত্র আমাদের আপত্তি আছে, বলে দিয়েছি; বলে সুপারিশ করেছি।

প্রসঙ্গত, সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। সেই আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে বলে আজ এক সংবাদ ব্রিফিংয়ের সরকারের দুজন উপদেষ্টা জানিয়েছেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চৌধুরীবাড়ি ব্যবসায়ী নির্বাচনে ব্যাডমিন্টন মার্কায় গনসংযোগে এগিয়ে মেরাজ

সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে সহসাধারণ সম্পাদক পদে ব্যাডমিন্টন প্রতীকে নির্বাচনী প্রচারণায় এগিয়ে আছেন আল মেরাজ রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা মেরাজ গাজী। 

মেরাজ দীর্ঘ ১৮ বছর যাবত চৌধুরীবাড়ি মার্কেটে ব্যবসা করে যাচ্ছেন। এরমধ্যে বিগত সময়ে কোনো প্রকার ঝুট-ঝামেলা ছাড়া নিজেকে গুছিয়ে সকলের সঙ্গে নম্র আচরণ ও হাসি মুখে ভদ্রতা বজায় রেখে ব্যবসা করেন মেরাজ।

গণসংযোগ কালে ব্যবসায়ী রনি জানান মেরাজ  একজন সৎ ও ভদ্র মানুষ হিসেবে ব্যবসায়ীদের কাছে পরিচিত। 

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আসর চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে গণসংযোগ কালে ভোটারদের কাছে গেলে তারা বলেন আমরা যদি নির্বাচনের মাধ্যমে ভালো মানুষকে জয়ের মালা পরিয়ে দেই তার মধ্যে মেরাজ হবে একজন। 

এদিকে মেরাজ গণসংযোগ শেষে বলেন আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণের মধ্যদিয়ে ব্যবসায়ী ভাইয়েরা তাদের যোগ্য প্রার্থী নির্বাচিত করবেন।

এসময় তিনি আরো বলেন আমাকে যোগ্য মনে  হলে আপনাদের দোয়া ও মুল্যবান ভোট দিয়ে আমাকে বিজয় করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন ।
 

সম্পর্কিত নিবন্ধ