আসামিদের জিজ্ঞাসাবাদে জন্য সব থানায় স্বচ্ছ কাঁচের ঘর নির্মাণের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। এই সুপারিশ বাস্তবায়িত হলে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন বন্ধ হবে। এছাড়া বেআইনি সমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণ, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা চেয়ে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ সংস্কার কমিশন।

সফর রাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ সংস্কার কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের সংস্কারের সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে এসব সুপারিশ রয়েছে।

পুলিশ বাহিনী সংস্কারের জন্য ২২টি আইনের সংশোধন ও পরিমার্জন চেয়েছে এই কমিশন।

কমিশন প্রধান বলেন, ২ লাখ ২০ হাজারের বেশি পুলিশকে তিন হাজারের বেশি আইন নিয়ে কাজ করতে হয়। সব আইন খুঁটিয়ে দেখা সম্ভব হয়নি। তবে ২২টি আইনের হয় সংশোধন, পরিমার্জন বা কোনো ক্ষেত্রে পরিবর্তন করতে হবে। ওই ২২টি আইনের কোন কোন ক্ষেত্র আমাদের আপত্তি আছে, বলে দিয়েছি; বলে সুপারিশ করেছি।

প্রসঙ্গত, সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। সেই আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে বলে আজ এক সংবাদ ব্রিফিংয়ের সরকারের দুজন উপদেষ্টা জানিয়েছেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পরীমণি

স্পষ্টভাষী, প্রাণচঞ্চল আর স্বাধীনচেতা স্বভাবের জন্য বরাবরই আলোচনায় থাকেন ঢালিউডের গ্ল্যামারঅভিনেত্রী পরীমণি। রিল থেকে রিয়েল—দুই জীবনের নানা সমালোচনাকে উপেক্ষা করে তিনি এখন দর্শকের কাছে একজন সংগ্রামী নারী, সফল উদ্যোক্তা ও মমতাময়ী মা হিসেবে পরিচিত। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাড়িকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আবারো আলোচনায় পরীমণি। রুচিশীল শাড়ি আর ঐতিহ্যবাহী সাজে নানা অনুষ্ঠানে নজর কাড়া এই নায়িকা লিখেছেন, “আজ থেকে আগামী ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ। আসো মনুরা।” 

আরো পড়ুন:

শিক্ষার্থীর মাথা ফাটানো সেই শিক্ষককে নিয়ে পরীমণির ক্ষোভ

শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পেলেন পরীমণি

মজার ছলে বিশেষ দ্রষ্টব্যও জুড়ে দিয়ে পরীমণি লিখেন, “যে ফেল করবা, সে আমাকে সিলেট ঘুরতে নিয়ে যাবা।” তার এমন ঘোষণা মুহূর্তেই ভক্তদের মধ্যে তৈরি করেছে ব্যাপক সাড়া। বহু অনুসারী মন্তব্য করে চ্যালেঞ্জে অংশ নেওয়ার আগ্রহ জানাচ্ছেন। 

অভিনয়ের পাশাপাশি পরীমণি এখন সফল উদ্যোক্তাও। নারী ও শিশুদের জন্য চালু করেছেন নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘বডি’। ব্র্যান্ডটিকে তিনি কেবল ব্যবসায়িক উদ্যোগ হিসেবে নয়, বরং ‘সন্তানসম’ আবেগের জায়গা থেকেও দেখেন। 

পরীমণি নিজের প্রতিক্রিয়ায় বলেন, “আপনাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত সাহস দেয় নতুন কিছু করতে। ‘বডি’ এখন শুধু ব্র্যান্ড নয়, এটা আমার সন্তানসম।” 

শুধু ব্যবসা নয়, গর্ভবতী মা ও নবজাতকের কল্যাণে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ তিনি। প্রতি তিন মাস পরপর ‘বডি’র সেলের একটি অংশ সুবিধাবঞ্চিত মা-শিশুদের জন্য বরাদ্দ রাখার পাশাপাশি স্বাস্থ্যসেবা, সচেতনতা ও সহায়তা কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে। 

এদিকে, পরীমণির বেশ কয়েকটি নতুন চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি চুক্তিবদ্ধ হয়েছেন ‘গোলাপ’ নামের নতুন সিনেমায়, যেখানে তার সঙ্গে অভিনয় করবেন নিরব হোসাইন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ