আসামির জিজ্ঞাসাবাদে সব থানায় স্বচ্ছ কাঁচের ঘরের প্রস্তাব
Published: 15th, January 2025 GMT
আসামিদের জিজ্ঞাসাবাদে জন্য সব থানায় স্বচ্ছ কাঁচের ঘর নির্মাণের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। এই সুপারিশ বাস্তবায়িত হলে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন বন্ধ হবে। এছাড়া বেআইনি সমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণ, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা চেয়ে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ সংস্কার কমিশন।
সফর রাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ সংস্কার কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের সংস্কারের সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে এসব সুপারিশ রয়েছে।
পুলিশ বাহিনী সংস্কারের জন্য ২২টি আইনের সংশোধন ও পরিমার্জন চেয়েছে এই কমিশন।
কমিশন প্রধান বলেন, ২ লাখ ২০ হাজারের বেশি পুলিশকে তিন হাজারের বেশি আইন নিয়ে কাজ করতে হয়। সব আইন খুঁটিয়ে দেখা সম্ভব হয়নি। তবে ২২টি আইনের হয় সংশোধন, পরিমার্জন বা কোনো ক্ষেত্রে পরিবর্তন করতে হবে। ওই ২২টি আইনের কোন কোন ক্ষেত্র আমাদের আপত্তি আছে, বলে দিয়েছি; বলে সুপারিশ করেছি।
প্রসঙ্গত, সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। সেই আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে বলে আজ এক সংবাদ ব্রিফিংয়ের সরকারের দুজন উপদেষ্টা জানিয়েছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বেগম রোকেয়া পদকে সম্মানিত ঋতুপর্ণা চাকমা
নারীর অধিকার ও অগ্রযাত্রার প্রতীক বেগম রোকেয়ার স্মরণে প্রতি বছর যে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়, সেই মর্যাদাপূর্ণ বেগম রোকেয়া পদক পেলেন দেশের নারী ফুটবলের উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা। ক্রীড়া অঙ্গনে নারীদের দৃঢ় অবস্থান তৈরি ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করায় তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মান লাভ করেন তিনি।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঋতুপর্ণার হাতে পদক তুলে দেন। রাষ্ট্রীয় এই সম্মান তার সাফল্যের পথযাত্রায় আরও এক উজ্জ্বল পালক যোগ করল।
আরো পড়ুন:
‘নারী শাসিত পুরুষ’ বলায় আসিফকে নিয়ে ক্ষুব্ধ ওমর সানী
দেখে নিন ২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি
ফুটবলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় প্রিয় এই ফরোয়ার্ডকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সংস্থাটি লিখেছে, “নারী ফুটবলে ইতিহাস গড়া ঋতুপর্ণা চাকমাকে আন্তরিক অভিনন্দন। ক্রীড়া ক্ষেত্রে তার অসাধারণ অবদানের স্বীকৃতি ‘বেগম রোকেয়া পদক-২০২৫’ আমাদের গর্বিত করেছে। স্বপ্ন থেকে সংগ্রাম, আর সংগ্রাম থেকে সাফল্যের পথে ঋতুপর্ণার যাত্রায় বাফুফে সবসময় তার পাশে আছে।”
বাংলাদেশ নারী ফুটবলের উত্থানে ঋতুপর্ণার অবদান অসামান্য। তার জোড়া গোলে শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। গত বছর তারই গোলের সুবাদে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জেতে লাল-সবুজের মেয়েরা।
ঋতুপর্ণার সঙ্গে আরও তিন নারী এ বছর সম্মাননা লাভ করেছেন। তারা হলেন-
রুভানা রাকিব (নারীশিক্ষা-গবেষণা),
কল্পনা আক্তার (নারী অধিকার-শ্রম অধিকার),
নাবিলা ইদ্রিস (মানবাধিকার)।
ঢাকা/আমিনুল