চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গত সোমবার রাতে নগরের চান্দগাঁওয়ের বেপারিপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে ছাত্রলীগ কর্মী ঋভু মজুমদার ও যুবলীগ কর্মী মো. জামালকে গ্রেপ্তার তরা হয়। তারা নগরের চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী।

পুলিশ জানায়, নগরের বহদ্দারহাটে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো তৌহিদুল ইসলাম ফরিদকে গত ২২ নভেম্বর গ্রেপ্তার করা হয়। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঋভু ও জামালের নাম আসে। পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, দু’জন দুটি বিদেশি পিস্তল হাতে গুলি করছেন। 

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, তৌহিদ, ঋভু, জামাল তিনজনই সাবেক কাউন্সিলর এসরারুলের সহযোগী। বহদ্দারহাটে হামলা চালানোর সময় তিনজন একসঙ্গে এসেছিলেন। তৌহিদের হাতে ছিল পাকিস্তানি শুটারগান। বাকি দু’জনের হাতে দুটি বিদেশি পিস্তল। আমরা অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সেই বাইকের মালিক বলেন, ‘শোরুমে গেলেই সত্য বেরিয়ে আসবে’

ইনকিবাল মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হান্নানকে আটক করে র‌্যাব। রবিবার (১৪ ডিসেম্বর) হান্নানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

আরো পড়ুন:

শেরপুরে নয়, হালুয়াঘাটে দুজনকে গ্রেপ্তার: পুলিশ

হাদিকে গুলি: সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক

রাজধানীর পল্টন থানার উপ-পরিদর্শক সামিম হাসান জিজ্ঞাসাবাদের জন্য হান্নানের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে এই আবেদনের শুনানি হয়। 

রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, হত্যাচেষ্টায় ব্যবহৃত হোন্ডার মালিকানার তথ্য যাচাই করে পুলিশ আবদুল হান্নানের নাম পেয়েছে। যারা গুলি করেছে, তাদের সঙ্গে হোন্ডার মালিকের সম্পর্ক কী, সেটা যাচাই করা এবং হত্যাচেষ্টার রহস্য উদ্‌ঘাটনের জন্য এই আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। 

ফারুকী আরো বলেন, সামনে নির্বাচন, আর সারা জাতি এই হত্যাচেষ্টার রহস্য উদ্‌ঘাটনের দিকে তাকিয়ে আছে।

অন্যদিকে, আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে আব্দুল হান্নান দাবি করেন, তিনি ওই মোটরসাইকেল বিক্রি করে দিয়েছিলেন। তিনি বলেন, বিষয়টি প্রমাণ করার জন্য তিনি গ্রেপ্তার হওয়ার পর র‌্যাব ও পুলিশকে অনুরোধ করেছিলেন তাকে শোরুমে (বিক্রয়কেন্দ্র) নিয়ে যেতে, যাতে সব সত্য বেরিয়ে আসে। কিন্তু তারা তা করেনি। হান্নান জানান, তিনি হাতের সমস্যার কারণে বাইকটি চালানো বন্ধ করে দিয়েছিলেন এবং নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় মিরপুর মাজার রোড থেকে কেনা হোন্ডাটি একটি শোরুমে বিক্রি করে দেন। 

আদালতে হান্নান দাবি করেন, মালিকানা থেকে তার নাম পরিবর্তন করে দেবেন বলে শোরুমকে জানিয়েছিলেন কিন্তু অসুস্থতার কারণে মালিকানা পরিবর্তন করার জন্য যেতে পারেননি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে শুক্রবার দুপুরে নির্বাচনি গণসংযোগ করে অটোরিকশায় ফেরার সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে সন্ত্রাসীরা। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা এখনো সংকটজনক।

উভয় পক্ষের শুনানি শেষে সেই মোটরসাইকেলের কাগজপত্রে নাম থাকা মালিক হান্নানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ঢাকা/রাসেল

সম্পর্কিত নিবন্ধ