চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গত সোমবার রাতে নগরের চান্দগাঁওয়ের বেপারিপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে ছাত্রলীগ কর্মী ঋভু মজুমদার ও যুবলীগ কর্মী মো. জামালকে গ্রেপ্তার তরা হয়। তারা নগরের চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী।

পুলিশ জানায়, নগরের বহদ্দারহাটে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো তৌহিদুল ইসলাম ফরিদকে গত ২২ নভেম্বর গ্রেপ্তার করা হয়। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঋভু ও জামালের নাম আসে। পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, দু’জন দুটি বিদেশি পিস্তল হাতে গুলি করছেন। 

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, তৌহিদ, ঋভু, জামাল তিনজনই সাবেক কাউন্সিলর এসরারুলের সহযোগী। বহদ্দারহাটে হামলা চালানোর সময় তিনজন একসঙ্গে এসেছিলেন। তৌহিদের হাতে ছিল পাকিস্তানি শুটারগান। বাকি দু’জনের হাতে দুটি বিদেশি পিস্তল। আমরা অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার জসীম উদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার দেশের সব জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে। 

লটারির মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য এ সকল কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। সেই মোতাবেক নারায়ণগঞ্জের পুলিশ সুপার জসীম উদ্দিনকে কুষ্টিয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

মর্জিনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

কাউখালীতে আঞ্চলিক দুই দলের গোলাগুলিতে নিহত ১,আহত ৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে জেলা পর্যায়ের পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জেলার জন্য এসপিদের চূড়ান্ত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী খুব শিগগিরই তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। 

ঢাকা/কাঞ্চন/বকুল 

সম্পর্কিত নিবন্ধ