বিএসইসির সাবেক চেয়ারম্যান গ্রেফতারআগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা সেবা চালু হচ্ছে কালফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিতরমজানে দুর্নীতিমুক্ত ত্রাণ প্যাকেজ চালু করবে পাকিস্তানরিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানজেনিথ ইসলামী লাইফের সব সূচকেই প্রবৃদ্ধি১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই নির্বাচন হতে হবে: গোলাম পরওয়াররমজানে কম লাভ করে জনগণের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টারগুচ্ছভর্তি পরীক্ষায় থাকছে ২০ বিশ্ববিদ্যালয়জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.
উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
পঞ্চগড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩২ জন
পঞ্চগড় সদর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতাসহ ৩২ জন যুবক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
স্বেচ্ছাসেবক দলের সাবেক ওই নেতার নাম সাইফুল ইসলাম। তিনি হাড়িভাসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।
আরো পড়ুন:
বিএনপির ৩১ দফা: অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দর্শনের রূপরেখা
নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে হাড়িভাসা স্কুল মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত এক সাধারণ সভায় সাইফুলসহ অন্যরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।
ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়েদ আবুল কালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন। তিনি নবাগতদের স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সাইয়েদ নূর-ই-আলম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সাঈদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম প্রমুখ।
যোগদানকারীরা জানান, বর্তমান রাজনীতিতে দলীয় আদর্শ ও জনস্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি চলছে। ইসলামী আদর্শভিত্তিক শৃঙ্খলাবদ্ধ রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে তারা জামায়াতে যোগ দিয়েছেন।
জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন বলেন, “জামায়াতে ইসলামী শান্তি, ন্যায় ও কল্যাণের রাজনীতি করে। জনগণের কল্যাণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।”
ঢাকা/নাঈম/মেহেদী