উত্তরায় বাসচাপায় নারীর মৃত্যু
Published: 18th, February 2025 GMT
রাজধানীর উত্তরায় বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম গেনেদা বেগম (৫৫)। পেশায় তিনি গৃহকর্মী।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উত্তরার জমজম টাওয়ারের সামনের সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গেনেদা বেগম সড়ক পার হওয়ার সময় একটি বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রাইদা বাসের চালক কবির হোসেনকে আটক করেছে পুলিশ। বাসটিও জব্দ করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মনির হাসান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, গেনেদা বেগমের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। তাঁর স্বামীর নাম আবদুল গনি। তিনি উত্তরার ১৩ নম্বর সেক্টরে থাকতেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রবীন সাংবাদিক আব্দুল্লার শয্যাপাশে বন্দর পেশাদার সাংবাদিক ফোরাম
বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার অসুস্থ্য প্রবীন সাংবাদিক এসএম আব্দুল্লাহ খোঁজ খবর নিলেন বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দর কলাবাগস্থ তার নিজ বাড়িতে এসে তারা এ খোঁজখবর নেন । ওই সময় সাংবাদিক এসএম আব্দুল্লাহর পাশে কিছুক্ষণ সময় কাটান ও তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সাধারন সম্পাদক জি.এম. সুমন একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ পত্রিকার বন্দর প্রতিনিধি মেহেদী হাসান রিপন,দৈনিক সংবাদ চর্চা পত্রিকার বন্দর প্রতিনিধি শেখ আরিফসহ বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,সাংবাদিক এসএম আব্দুল্লাহ গত শনিবার সকাল এগারোটার দিকে প্রচন্ড ভাইরাস জ্বড়ে অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে বাড়িতে টানা ৬ দিন যাবৎ তিনি অসুস্থ্য হয়ে শয্যাশায়ী রয়েছেন।
মেডিসিন বিশেষজ্ঞ ডা.ফারুক আহেমেদের নিবির পর্যবেক্ষণে আছেন তিনি। তবে বর্তমানে কিছুটা উন্নতি হলেও শংকা কাটেনি বলে জানা গেছে।