সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আগামী নির্বাচন চলাকালে বিরোধী প্রার্থীরা নিরাপদে প্রচারণা চালাতে পারবে কিনা, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একইসঙ্গে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার প্রস্তুতিও এখনও তৈরি হয়নি বলে দাবি করেন তিনি।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দেশের রাজনৈতিক দলগুলো আন্তরিক হলে এবং প্রশাসন সিরিয়াস হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে এ ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত রয়েছে। তবে যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলো ঝুলে না রেখে দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

আরো পড়ুন:

রংপুরে শ্বশুর-জামাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন

রমেক ক্যাম্পাসে অনৈতিক কর্মকাণ্ডের সময় ড্যাব নেতা আটক

তিনি তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ভারতের দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, “তিস্তা ইস্যুতে আর প্রতিবেশী দেশকে বিশ্বাস করা যাচ্ছে না। তাই স্বল্পসুদে চীনের সহযোগিতায় পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরো বলেন, “উত্তরাঞ্চল কৃষিপ্রধান এলাকা হলেও এখানে শিল্পকারখানা গড়ে তোলার মতো কোনো বড় বিনিয়োগ এখনো দেখা যায়নি, যা হতাশাজনক। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক ভূমিকা রাখতে হবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন প্রশংসনীয় কাজের উল্লেখ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার ও পুলিশ প্রশাসনকে সক্রিয়করণ এখনো দৃশ্যমান নয়। এর ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।”

মতবিনিময় সভায় এবি পার্টির রংপুর অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ জিএম কাদেরের

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শুক্রবার (১৪ নভেম্বর) এক বিবৃতে জাতীয় পার্টির চেয়ারম্যান এই উদ্বেগ প্রকাশ করেন।

আরো পড়ুন:

দল হিসেবে আ.লীগকে বাদ দিতে পারেন না: জিএম কাদের

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নিন: জিএম কাদের

বিবৃতিতে তিনি বলেন, “সারা দেশে আশঙ্কাজনকভাবে খুন জখম ও রাহাজানির সংখ্যা বেড়েই চলেছে। দেশের মানুষ আজ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। নদীতে ফেলে দেওয়া লাশের পাশাপাশি জাতীয় ঈদগাহ মাঠের পাশে ২৬ টুকরা লাশের সন্ধান মিলেছে। রাজশাহীতে দায়রা জজ আদালতের বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে জখম করা হয়েছে। প্রতিদিন খবরের কাগজে এইরকম হত্যাকাণ্ডের খবর আমাদেরকে উদ্বিগ্ন করে তুলছে।”

বিবৃতিতে জিএম কাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য সরকারের প্রতি আহবান জানান।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • ফ্রিডম হাউসের প্রতিবেদন ইন্টারনেটের স্বাধীনতায় এগিয়েছে বাংলাদেশ
  • আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ জিএম কাদেরের