সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আগামী নির্বাচন চলাকালে বিরোধী প্রার্থীরা নিরাপদে প্রচারণা চালাতে পারবে কিনা, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একইসঙ্গে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার প্রস্তুতিও এখনও তৈরি হয়নি বলে দাবি করেন তিনি।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দেশের রাজনৈতিক দলগুলো আন্তরিক হলে এবং প্রশাসন সিরিয়াস হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে এ ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত রয়েছে। তবে যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলো ঝুলে না রেখে দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

আরো পড়ুন:

রংপুরে শ্বশুর-জামাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন

রমেক ক্যাম্পাসে অনৈতিক কর্মকাণ্ডের সময় ড্যাব নেতা আটক

তিনি তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ভারতের দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, “তিস্তা ইস্যুতে আর প্রতিবেশী দেশকে বিশ্বাস করা যাচ্ছে না। তাই স্বল্পসুদে চীনের সহযোগিতায় পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরো বলেন, “উত্তরাঞ্চল কৃষিপ্রধান এলাকা হলেও এখানে শিল্পকারখানা গড়ে তোলার মতো কোনো বড় বিনিয়োগ এখনো দেখা যায়নি, যা হতাশাজনক। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক ভূমিকা রাখতে হবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন প্রশংসনীয় কাজের উল্লেখ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার ও পুলিশ প্রশাসনকে সক্রিয়করণ এখনো দৃশ্যমান নয়। এর ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।”

মতবিনিময় সভায় এবি পার্টির রংপুর অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত

জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত করা হয়েছে। আগামী ১০ অক্টোবর কনসার্ট হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ২৮ সেপ্টেম্বর থেকে আয়োজনের কার্যক্রম বন্ধ করেছে আয়োজক সূর্য ক্লাব।

আয়োজক কমিটি জানায়, দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী জেমস ও তাঁর দল নগর বাউলের কনসার্টের প্রস্তুতি নেওয়া হয়েছিল মেহেরপুর জেলা স্টেডিয়ামে। এ জন্য জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে লিখিত আবেদন করা হয়। তবে ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসনের কোর কমিটি আইনশৃঙ্খলার অবনতি হতে পারে উল্লেখ করে কনসার্টের অনুমতি দেয়নি। আপাতত কনসার্টটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

আয়োজক কমিটির সভাপতি নাহিদ মাহমুদ জানান, আগামী ১০ অক্টোবর কনসার্টের পরিকল্পনা ছিল। আশপাশের জেলা থেকেও দর্শকসমাগম হতো। কোলাহল ও জনসমাগমের বিষয়টি বিবেচনা করে জেলা প্রশাসন অনুমতি দেয়নি।

মেহেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক নুরুল ইসলাম বলেন, কনসার্টের খবর ছড়িয়ে পড়ায় যুবকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছিল। অনুমতি না পাওয়ায় সবাই হতাশ হয়েছেন। জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দর্শকদের শৃঙ্খলা রক্ষার কাজ করতে পারত বলে তিনি মনে করেন।

মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালাম জানান, কোর কমিটির সিদ্ধান্তে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। ব্যাপক জনসমাগম হলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, এই বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত
  • বরগুনায় ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু