‘বহিরাগতদের জন্য চরিত্র পাওয়া কঠিন’
Published: 16th, August 2025 GMT
২০০৪ সালে ‘রান’ ছবির এক বিশেষ নাচের দৃশ্য দিয়ে বলিউডে বাঙালি কন্যা মৌনি রায়ের প্রথম উপস্থিতি। তবে অভিনেত্রী হিসেবে তাঁর আত্মপ্রকাশ হয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’-তে। এরপর একের পর এক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে মানুষের ঘরে ঘরে পৌঁছে যান তিনি। সব ছাপিয়ে ভৌতিক থ্রিলার ধারাবাহিক ‘নাগিন’ তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। সম্প্রতি জিও হটস্টারের ‘সলাকার’ সিরিজে দাপুটে চরিত্রে দেখা গেছে তাঁকে। এভাবে বিনোদন জগতে কেটে গেছে প্রায় দুই দশক। তবু আজও একটি ভালো চরিত্র পাওয়ার জন্য তাঁকে রীতিমতো সংগ্রাম করতে হয়। ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক কাটানোর পরও নিজেকে একজন বহিরাগত বলেই মনে করেন তিনি। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে এ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন মৌনি।
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’ ছবিতে ‘জুনুন’ নামের খলনায়িকার ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন মৌনি। সলাকার ওয়েব সিরিজে ‘সৃষ্টি চতুর্বেদী’ নামের এক গোয়েন্দার চরিত্রে তাঁর পরিমিত ও সাবলীল অভিনয়ও প্রশংসিত হয়েছে। আবারও এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে মৌনি প্রমাণ করেছেন যে তিনি এখনো ফুরিয়ে যাননি।
মৌনি রায়। ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চর ত র
এছাড়াও পড়ুন:
২৩ ঘণ্টায়ও খোঁজ মেলেনি নদীতে নিখোঁজ পর্যটকের
বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে গোসলে নেমে নিখোঁজ হন এক পর্যটক। আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।
নিখোঁজ ওই পর্যটকের নাম সোহান আল মাফি (২৭)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে ঢাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত তিনি। তাঁর পরিবার ঢাকার মিরপুরে থাকে।
লিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, লামার সাদা পাহাড় এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে সোহান আল মাফি তলিয়ে যান। এ জায়গার অবস্থান লামা থেকে আট কিলোমিটার দূরে। সেখানে একটি অবকাশ যাপনকেন্দ্রে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পর থেকে তাঁরা উদ্ধারকাজে সহায়তা করছেন। ফায়ার সার্ভিসের লামা স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নিখোঁজ সোহান আল মাফির সন্ধানে চট্টগ্রাম থেকে আজ সকালে ডুবুরি দল এসেছে। তারা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে।