বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া প্রজ্ঞাপনের অপেক্ষায়: উপ
Published: 18th, September 2025 GMT
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বহুল প্রতীক্ষিত ছাত্র সংসদ নির্বাচন এখন মহামান্য রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
তিনি বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত ছাত্র সংসদ নির্বাচন এখন মহামান্য রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের অপেক্ষায়। লিখিত আদেশ পেলেই নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া গৃহীত হবে।”
আরো পড়ুন:
সকালে উদ্বোধন, সন্ধ্যায় বিকল বিআরটিসি বাস
বেরোবি শিক্ষার্থীর পায়ের উপর দিয়ে গেল পিকআপ
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে যোগদানের ১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিগত এক বছরের কর্মকাণ্ডের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “বিপ্লব পরবর্তী নানা সংকট কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে এখন একটি শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। ১ বছরের অর্জনগুলো ভবিষ্যতের উন্নয়নের ভিত রচনা করেছে।”
ড.
উপাচার্য জানান, নতুন নতুন বিভাগ ও ইনস্টিটিউট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আন্তর্জাতিক র্যাঙ্কিং ও গবেষণাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা বিশ্ব অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়াতে সহায়ক হবে।
বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ এর হত্যাকান্ডের বিচার প্রসঙ্গে উপাচার্য জানান, ২০২৪ সালের ২৮ অক্টোবর অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচারে সরকারি উদ্যোগে ও তদন্তে সহযোগিতা করা হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডে জড়িত সংশ্লিষ্ট ৭১ জন ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একইসঙ্গে ক্যাম্পাসে লেজুডবৃত্তিক রাজনীতি বন্ধ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি তুলে ধরে উপাচার্য ড. শওকাত আলী উত্তরের এই বিশ্ববিদ্যালয়কে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়তে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ড. মো. হারুন অর রশিদ, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াস প্রামানিকসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
ঢাকা/আমিরুল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নির্বাচনের দিন অমোচনীয় কালি সরবরাহ না হলে ভোট গ্রহণ বন্ধ থাকবে: ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে অমোচনীয় কালি সরবরাহ না করলে ভোট গ্রহণ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা। এ ছাড়া এমফিল কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা না দিয়ে ইচ্ছাকৃতভাবে ছাত্রদলকে ভোট প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫–এর আচরণবিধিবিষয়ক এক মতবিনিময় সভায় ছাত্রদলের নেতারা এমন মন্তব্য করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘নির্বাচনে যদি কোনো ধরনের অনিয়মের ঘটনা ঘটে, তাহলে আমরা একচুল ছাড় দেব না। আমি প্রতিজ্ঞা করছি, যদি কোনো ধরনের অনিয়ম হয়— কোনো ছাড় হবে না। নির্বাচনের সময় অমোচনীয় কালি ব্যবহার করতে হবে। যদি নির্বাচন কমিশন অমোচনীয় কালি ব্যবহার করতে ব্যর্থ হয়, তাহলে ভোট গ্রহণ বন্ধ থাকবে।’
ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ম্যানুয়ালি’ ভোট গণনার দাবি জানিয়ে শামসুল আরেফিন বলেন, ‘কত ব্যালট ছাপানো হলো, কত ভোট গণনা হলো, কত ব্যালট নষ্ট হলো—এসব তথ্য স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করতে হবে। কারণ, আমরা ডাকসুতে ব্যালট কেলেঙ্কারির অভিযোগ সম্পর্কে জানি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান অভিযোগ করেন, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বিধিমালায় এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা না দিয়ে ছাত্রদলকে ‘মাইনাস’ করার একটি মাস্টারপ্ল্যান করা হয়েছে। তিনি বলেন, ‘জকসু গঠন ও পরিচালনা বিধিমালায় বলা হয়েছে, তফসিল ঘোষণার পর নিয়মিত শিক্ষার্থী ভোটার কিংবা প্রার্থী ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থীর যোগ্যতা না দিয়ে আমাদের মাইনাস করা ছিল মাস্টারপ্ল্যান—আর সেই মাস্টারপ্ল্যান সফল হয়েছে।’
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, প্রক্টর, সিন্ডিকেটের সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ে সক্রিয় বিভিন্ন সংগঠনের নেতারা।