এসএসসি পরীক্ষা চলাকালে খাতা দেখতে না দেওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সহপাঠীদের মারধরে মারা যান ইমন হোসেন (১৬) নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সাকিব শেখকে (২০) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

শুক্রবার (৯ মে) রাতে র‌্যাবের একটি টিম ঢাকার উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করে। শনিবার (১০ মে) সকালে আসামিকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়।

আরো পড়ুন: সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আরো পড়ুন:

বগুড়ায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

অপহরণের শিকার সেই পল্লী চিকিৎসক উদ্ধার

গ্রেপ্তার সাকিব সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নাড়ামুড়ি গ্রামের রঞ্জিত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত ১৮ এপ্রিল শাহজাদপুর উপজেলার ইসলামপুর গ্রামের ইমদাদুল মোল্লার ছেলে ও খুকনী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ইমন হোসেনকে মারধর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ এপ্রিল ইমন মারা যান।  

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “সহপাঠীদের মারধরে আহত ইমন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। সেই মামলার পলাতক আসামি ছিলেন সাকিব। আজ শনিবার সকালে সাকিবকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।”

গত ১৭ এপ্রিল এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি’র ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কয়েকজন সহপাঠী ইমনের খাতা দেখতে চান। ইমন তাদের খাতা দেখাতে রাজি হননি। এ ঘটনার জেরে গত ১৮ এপ্রিল বেলকুচি উপজেলার দৌলতপুর নতুনপাড়ায় ডেকে নিয়ে ইমনকে মারধর করেন তার সহপাঠীরা। এসময় ইমনের মাথার বাঁ পাশের খুলি ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

কিছুটা সুস্থ হলে ইমনকে বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে ইমন আবারো অসুস্থ হয়ে পড়েন। তাকে আবারো এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ এপ্রিল ইমনের মৃত্যু হয়। এ ঘটনায় ২৭ এপ্রিল নিহতের বাবা ইমদাদুল হক বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে বেলকুচি থানায় হত্যা মামলা করেন।

ঢাকা/অদিত্য/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আস ম ব লক চ পর ক ষ ম রধর সহপ ঠ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।

কিচেন হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

বেকার হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

যোগ্যতা—

১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।

৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।

সুযোগ-সুবিধা—

১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।

২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।

৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

সম্পর্কিত নিবন্ধ

  • জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, পদ ৪৩০
  • আইএইচটি ও ম্যাটসের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা