ফতুল্লায় সোলেয়মান নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার (৯ মে) বিকেলে ফতুল্লা রেললাইন বটতলা এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সোলেয়মানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলা এবং ফতুল্লা থানায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সোলেয়মান স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার হিসেবে পরিচিত আক্তার-সুমনের অন্যতম সহযোগী। একসময় সে আক্তার-সুমনের পিতা মৃত আলাউদ্দিন হাজীর 'টি বয়' ছিল। পরবর্তীতে আলাউদ্দিন হাজী মারা গেলে আক্তার-সুমনের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে।

তাদের হয়ে সে এলাকায় সন্ত্রাসী বাহিনী ও কিশোর গ্যাং গড়ে তোলে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সে প্রশাসনের মদদে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলার নেতৃত্ব দেয়।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য ব এনপ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় ওসমানী পৌর স্টেডিয়ামে তিনদিন ব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন।

উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে ফুটবলের অনেক খেলোয়াড় তৈরী হয়েছে। বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সুনামের সাথে খেলেছে নারায়ণগঞ্জের খেলোয়াড়রা। সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্যেই আন্তঃকলেজ টুর্নামেন্ট সহ নানান টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

খেলার মাধ্যমেই আমাদের ছেলেরা আগামীদিনের তারকা হয়ে উঠবে। সেই সাথে, খেলাধুলার মাধ্যমে তরুন প্রজন্মকে অপরাধ কার্যক্রম থেকে দূরে রাখা যাবে। বর্তমান স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের না হলেও এই স্টেডিয়ামকে উন্নত করতে আমাদের সংস্কার কাজ দ্রুতই শুরু হবে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জাকারিয়া ইমতিয়াজ, সাবিত আল হাসান, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাছির, ক্রীড়া সংগঠক আরিফ মিহির সহ প্রমুখ।

উদ্বোধনী দিনের খেলায় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজকে পরাজিত করে জয়লাভ করে বন্দরের হাজী ইব্রাহিম আলম চান স্কুল এন্ড কলেজ। হাজী মিছির আলী ডিগ্রী কলেজকে পরাজিত করে জয়লাভ করে সোনারগাঁয়ের সরকারি মুড়াপাড়া কলেজ।

আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজকে পরাজিত করে জয়লাভ করে নারায়ণগঞ্জ কলেজ। বন্দরের সরকারি কদমরসূল ডিগ্রি কলেজকে পরাজিত করে জয়লাভ করে সলিমুদ্দিন চৌধুরী কলেজ।
 

সম্পর্কিত নিবন্ধ