ফতুল্লায় সোলেয়মান নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার (৯ মে) বিকেলে ফতুল্লা রেললাইন বটতলা এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সোলেয়মানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলা এবং ফতুল্লা থানায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সোলেয়মান স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার হিসেবে পরিচিত আক্তার-সুমনের অন্যতম সহযোগী। একসময় সে আক্তার-সুমনের পিতা মৃত আলাউদ্দিন হাজীর 'টি বয়' ছিল। পরবর্তীতে আলাউদ্দিন হাজী মারা গেলে আক্তার-সুমনের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে।

তাদের হয়ে সে এলাকায় সন্ত্রাসী বাহিনী ও কিশোর গ্যাং গড়ে তোলে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সে প্রশাসনের মদদে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলার নেতৃত্ব দেয়।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য ব এনপ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে সিআইডি কর্মকর্তা আহত

সিলেটে পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা আহত হয়েছেন। 

সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সিলেট শহরের সাগরদীঘির পাড় এলাকায় হামলার শিকার হন তিনি।

আহত খুরশেদ আলম সিআইডির সিলেট কার্যালয়ে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাতেই তার দেহে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, সাইবার অপরাধ-সংক্রান্ত একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সাদা পোশাকে অভিযান চালায় সিআইডির একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালাতে গেলে এসআই খুরশেদ আলম তাকে ধরার চেষ্টা করেন। তখন আসামি তার বুকে ছুরি মেরে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পরপরই হামলাকারীকে ধরতে অভিযান শুরু হয়েছে। তবে, তদন্তের স্বার্থে পলাতক আসামির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির জানিয়েছেন, সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সিলেটে সিআইডি পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেছেন, গুরুত্বপূর্ণ একটি মামলার আসামিকে ধরতে গেলে তিনি পুলিশের ওপর হামলা চালান। এখনই তার নাম প্রকাশ করা যাচ্ছে না। আহত কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ঢাকা/রাহাত/রফিক

সম্পর্কিত নিবন্ধ