ফতুল্লায় সোলেয়মান নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার (৯ মে) বিকেলে ফতুল্লা রেললাইন বটতলা এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সোলেয়মানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলা এবং ফতুল্লা থানায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সোলেয়মান স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার হিসেবে পরিচিত আক্তার-সুমনের অন্যতম সহযোগী। একসময় সে আক্তার-সুমনের পিতা মৃত আলাউদ্দিন হাজীর 'টি বয়' ছিল। পরবর্তীতে আলাউদ্দিন হাজী মারা গেলে আক্তার-সুমনের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে।

তাদের হয়ে সে এলাকায় সন্ত্রাসী বাহিনী ও কিশোর গ্যাং গড়ে তোলে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সে প্রশাসনের মদদে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলার নেতৃত্ব দেয়।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য ব এনপ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

আবারো ভেস্তে গেলো আফগানিস্তান ও পাকিস্তানের শান্তি আলোচনা

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা আবারো ভেস্তে গেছে। এই নিয়ে দ্বিতীয় দফায় প্রতিবেশী দুই দেশের মধ্যকার আলোচনা ভেস্তে গেলো। অবশ্য দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত রয়েছে বলে শনিবার তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন।

মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ইসলামাবাদ আফগানিস্তানকে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব নিতে বাধ্য করার কারণে আলোচনা ব্যর্থ হয়েছে। বিষয়টিকে তিনি আফগানিস্তানের ‘সামর্থ্যের বাইরে’ বলে বর্ণনা করেছেন।

তবে, তিনি বলেছেন, “যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে তা এখনো পর্যন্ত আমরা লঙ্ঘন করিনি এবং এটি পালন করা হবে।”

শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানিয়েছেন, নতুন করে সীমান্ত সংঘর্ষ রোধ করার লক্ষ্যে ইস্তাম্বুলে আফগানিস্তানের সাথে শান্তি আলোচনা ভেঙে গেছে। তবে যতক্ষণ পর্যন্ত আফগান মাটি থেকে কোনো আক্রমণ না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে।

আফগান ও পাকিস্তানি সেনারা বৃহস্পতিবার তাদের ভাগ করা সীমান্তে সংক্ষিপ্তভাবে গুলি বিনিময় করেছিল। একই দিনে ইস্তাম্বুলে শান্তি আলোচনা পুনরায় শুরু হয়। 

দক্ষিণ এশীয় প্রতিবেশী দুই দেশের সেনাবাহিনী গত মাসে সংঘর্ষে লিপ্ত হয়, যেখানে কয়েক ডজন নিহত হয়, যা ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ