ফতুল্লায় হত্যা মামলার আসামিকে পুলিশে দিল বিএনপির নেতা-কর্মীরা
Published: 10th, May 2025 GMT
ফতুল্লায় সোলেয়মান নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার (৯ মে) বিকেলে ফতুল্লা রেললাইন বটতলা এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সোলেয়মানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলা এবং ফতুল্লা থানায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সোলেয়মান স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার হিসেবে পরিচিত আক্তার-সুমনের অন্যতম সহযোগী। একসময় সে আক্তার-সুমনের পিতা মৃত আলাউদ্দিন হাজীর 'টি বয়' ছিল। পরবর্তীতে আলাউদ্দিন হাজী মারা গেলে আক্তার-সুমনের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে।
তাদের হয়ে সে এলাকায় সন্ত্রাসী বাহিনী ও কিশোর গ্যাং গড়ে তোলে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সে প্রশাসনের মদদে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলার নেতৃত্ব দেয়।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য ব এনপ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন উপলক্ষে সভা
ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সভাকক্ষে সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম’র সভাপতিত্ব সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচীব - মো. নুর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান।
সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, প্রোজেক্ট ম্যানেজার- ড. আস-সাবা হোসাইন ব্র্যাক জেলা সমন্বয়ক- সুমন চৌধুরী জেলা ব্যাবস্থাপক - মো. শামীম আল মামুন খান।
সদর ব্র্যাক অফিসার- মাহমুদুল হাসান’র সঞ্চালনায় সভায় সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশে জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া, পানিবাহিত রোগ ও শ্বাসতন্ত্রের সমস্যাসহ জনস্বাস্থ্য ঝুঁকি ক্রমশ বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা ও ঘূর্ণিঝড়ের কারনে বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই প্রেক্ষাপটে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি নতুন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প যা গ্লোবাল ফান্ডের অর্থায়নে এবং সিডিসি-এর নেতৃত্বে এনএমপি/ডিজিএইচএস এর অধীনে পরিচালিত হচ্ছে।
দেশের স্বাস্থ্যখাতে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, রোগ নজরদারি, প্রারম্ভিক সতর্কীকরণ ব্যবস্থা এবং কমিউনিটি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আরো পড়ুন
লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা হবে : পুলিশ সুপার
মাসুদুজ্জামানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ
বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে শহরে মানববন্ধন
ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব জনগণ : মাসুদুজ্জামান
শহরে মাসুদুজ্জামান মাসুদের বিশাল গণমিছিল
মাসুদুজ্জামানের র্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ
শিল্পপতি বাবুলের উদ্যোগে চলছে বিনামূল্যে চিকিৎসা সেবা
খানপুর ভূমি অফিসের সামনের রাস্তার খানাখন্দ মেরামত করলেন শিল্পপতি বাবুল
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম