ফতুল্লায় হত্যা মামলার আসামিকে পুলিশে দিল বিএনপির নেতা-কর্মীরা
Published: 10th, May 2025 GMT
ফতুল্লায় সোলেয়মান নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার (৯ মে) বিকেলে ফতুল্লা রেললাইন বটতলা এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সোলেয়মানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলা এবং ফতুল্লা থানায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সোলেয়মান স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার হিসেবে পরিচিত আক্তার-সুমনের অন্যতম সহযোগী। একসময় সে আক্তার-সুমনের পিতা মৃত আলাউদ্দিন হাজীর 'টি বয়' ছিল। পরবর্তীতে আলাউদ্দিন হাজী মারা গেলে আক্তার-সুমনের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে।
তাদের হয়ে সে এলাকায় সন্ত্রাসী বাহিনী ও কিশোর গ্যাং গড়ে তোলে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সে প্রশাসনের মদদে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলার নেতৃত্ব দেয়।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য ব এনপ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
পিকআপের ধাক্কায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় শিল্পী আক্তার (৩২) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার এমসি বাজার এলাকার সুফিয়া স্পিনিং মিলসের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিল্পী আক্তার ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনগ্রাম এলাকার মো. আব্দুল জলিলের মেয়ে। তিনি শ্রীপুরের এমসি বাজার এলাকার আব্দুল কাদিরের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় ডেকো গার্মেন্টস কারখানায় সুইং সেকশনের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মনির হোসেন জানান, সকালে শিল্পী আক্তার পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এমন সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এলেও চালক পিকআপটি ফেলে পালিয়ে যায়।
ডেকো গার্মেন্টসের মানবসম্পদ কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন, ‘‘শিল্পী আক্তার আমাদের কারখানার সুইং সেকশনের একজন পরিশ্রমী কর্মী ছিলেন। মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।’’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আয়ুব আলী বলেন, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঢাকা/রফিক/এস