ফতুল্লায় হত্যা মামলার আসামিকে পুলিশে দিল বিএনপির নেতা-কর্মীরা
Published: 10th, May 2025 GMT
ফতুল্লায় সোলেয়মান নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার (৯ মে) বিকেলে ফতুল্লা রেললাইন বটতলা এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সোলেয়মানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলা এবং ফতুল্লা থানায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সোলেয়মান স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার হিসেবে পরিচিত আক্তার-সুমনের অন্যতম সহযোগী। একসময় সে আক্তার-সুমনের পিতা মৃত আলাউদ্দিন হাজীর 'টি বয়' ছিল। পরবর্তীতে আলাউদ্দিন হাজী মারা গেলে আক্তার-সুমনের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে।
তাদের হয়ে সে এলাকায় সন্ত্রাসী বাহিনী ও কিশোর গ্যাং গড়ে তোলে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সে প্রশাসনের মদদে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলার নেতৃত্ব দেয়।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য ব এনপ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
শহরের অবচেতনে হেমন্ত
ব্যস্ততার ছায়ায় দেখি সময়। প্রতিটি যাত্রা যেন এক নীরব অন্তর্গমন, যেখানে শরীর এগোয়, মন স্থির থাকে জানালার পাশে, অদৃশ্য কুয়াশার মতো।
হেমন্ত এখন শহরের অবচেতনে ঘুমিয়ে থাকা সফটওয়্যার যা কফির গন্ধে খুলে যায়, ই–মেইলের আলোয় জেগে ওঠে, আর দিন শেষে নিভে যায় ধূসর পর্দায়। এখানে ঋতু যেন মেমোরি লস, আর প্রকৃতি ডেটা ব্যাকআপ।
তবু কোথাও এক নিঃশব্দ কোডে, মাটির গন্ধ এখনো বেঁচে আছে। শহরের মানুষ জানে না, কখন রোদ্দুরের রং ফিকে হয়ে যায়, কখন শরীরে শিশির জমে ক্লান্তির মতো।
হেমন্ত এখানে আত্মিক সংযোগ—যেখানে চেতনা ধাতব, ইন্দ্রিয় কৃত্রিম; তবু কোনো এক স্থির মুহূর্তে মানুষ নিজের নিশ্বাস শুনে ফেলে, আর ভাবে—এই হালকা হিম, এই অদৃশ্য থেমে থাকা, সম্ভবত হেমন্ত।