টি-২০ বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা করে দেন বিরাট কোহলি। তিনি সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলায় অবাক হননি তেমন কেউ। তবে এবার কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় বলায় অবাক হয়েছেন অনেকে। এমনকি তার স্ত্রী আনুশকা শর্মাও ভাবেননি ওয়ানডের আগে টেস্টকে বিদায় বলবেন ভারতীয় কিংবদন্তি ব্যাটার।

গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। অনেকে ভেবেছিলেন, ওই টুর্নামেন্টের পরে ওয়ানডে ফরম্যাটকে রোহিত শর্মা ও বিরাট কোহলি বিদায় বলবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের ভাবনাও ছিল অনেকটা একই। যে কারণে তাদের সিদ্ধান্ত শোনার অপেক্ষায় কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশে পাঁচ মাস দেরি করেছিল বিসিসিআই।

আনুশকা শর্মাও ভেবেছিলেন, সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটকে আগে বিদায় বলবেন বিরাট। টি-২০’র পর অবসরে যাবেন ওয়ানডে থেকে। কিন্তু ৩৬ বছর বয়সীয় ডানহাতি ব্যাটার হৃদয়ের ডাক শুনে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন বলে এক ইন্সটাগ্রাম বার্তায় উল্লেখ করেছেন আনুশকা।

তিনি লিখেছেন, ‘সবাই তোমার রেকর্ড, মাইলফলক নিয়ে কথা বলবে, তবে আমি স্মরণ করবো তোমার কান্না যা তুমি কাউকে কখনো দেখাওনি, যে লড়াই কেউ দেখেনি এবং টেস্টের প্রতি তোমার অগাধ ভালোসার কথা। আমি জানি, এগুলো তোমার থেকে কতটা শুষে নিয়েছে।

প্রতিটি টেস্ট সিরিজের পরে, তোমার চেহারায় আমি নতুন কিছু শিখে ফেরার বার্তা দেখেছি, তুমি আরও নম্র হয়ে ফিরে এসেছ এবং তোমাকে কাছ থেকে প্রতিদিন একটু একটু করে বিকশিত হতে দেখা বিশেষ ব্যাপার।

যদিও আমি সবসময় ভেবেছি, তুমি সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগে বিদায় নেবে। তবে তুমি তোমার হৃদয়ের ডাক শুনেছ এবং তাই প্রিয়তম আমি বলতে চাই, তুমি এই বিদায় বলার পূর্ণ অধিকার অর্জন করেছ।’

বিরাট কোহলি ১৪ বছরের ক্যারিয়ারে ১২৩ টেস্ট খেলেছেন। লাল বলে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ৯২৩০ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ৩০টি। হাফ সেঞ্চুরির সংখ্যা ৩১। কোহলির অবসরের পেছনে গৌতম গম্ভীরের সঙ্গে পুরনো দ্বন্দ্বের জের থাকতে পারে। ভারতের সংবাদ মাধ্যম দাবি করেছে, বিসিসিআই কোহলিকে টেস্ট দলে ‘আনফিট’ বলেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র ট ক হল ব স স আই ব দ য় বল

এছাড়াও পড়ুন:

ভারতের সঙ্গে খেললে কোহলিকে মিস করবেন লিটন

ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টকে বিদায় জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ১০ হাজার রান থেকে একটু দূরে থাকা এই তারকা ক্রিকেটারের অবসর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের কাছে আশ্চর্যের ছিল না।

“শকিং নিউজ না। এই অধিকার আছে যে কোন সময়টা তারা ক্রিকেট খেলবে, কোন সময়টা খেলবে না। সে যথেষ্ট ম্যাচিউরড। আমার বলার থেকে তার সিদ্ধান্তকে আমার প্রাধান্য দেওয়া উচিত। তার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।”

সোমবার (১২ মে) মিরপুর শের-ই-বাংলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন লিটন। কোহলির টেস্ট ক্রিকেট ছাড়া নিয়ে বেশ কয়েকটি প্রশ্নের মুখোমুখি হন তিনি।

আরো পড়ুন:

শুধু সিরিজ নয়, লিটনের লক্ষ্য অনেক বড়

২৪ ইনিংসে মাত্র ১ ফিফটি, তবুও বিশ্বকাপ পর্যন্ত লিটন অধিনায়ক?

ভারতের সঙ্গে খেলা হলে কোহলিকে মিস করবেন বলেও জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, “একটা সময় তো প্রতিটা খেলোয়াড়ের অবসরে যেতে হয়, কিন্তু যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি, আমি অবশ্যই মিস করবো আমি যেহেতু অনেকদিন খেলেছি।’’

কোহলির সঙ্গে লিটনের অনেক কথাই হয়। তার মতে মাঠে কোহলি যেমন ক্ষ্যাপাটে মাঠের বাইরে ততটা শান্ত, “মেমরি বলতে প্লেয়ারদের সঙ্গে কথোপকথন হয়। সে অনেক জেন্টাল। মাঠের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক এগ্রেশন দেখায়। শুধু ক্রিকেটের জন্যই করে। মাঠের বাইরে অনেক ভালো একজন মানুষ। মাঠের বাইরে অনেক কথোপকথনই হয়েছে।’’

শুধু তাই নয় লিটন মনে করেন কোহলি টেস্ট ক্রিকেটের অ্যাগ্রেশন পরিবর্তন করে দিয়েছেন, “সে যা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, শুধু ভারতের জন্য না। ওভারঅল টেস্ট ফরম্যাটের এগ্রেশন চেঞ্জ করছে কিন্তু অনেকখানি। তার এটিচিউড বলেন, তার ক্রিকেটের নলেজ বলেন। এরকম একটা খেলোয়াড় টেস্ট ক্রিকেট খেলবে না।’’

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • ‘অপারেশন সিঁদুর’–এর ব্রিফিংয়ে উঠে এল কোহলির অবসরও
  • ভারতের সঙ্গে খেললে কোহলিকে মিস করবেন লিটন
  • এনসিটিবির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহম্মদ এলতাসউদ্দিন মারা গেছেন
  • কোহলিকে অনুরোধ করেনি বিসিসিআই বরং ‘আনফিট’ বলেছে
  • টেস্ট থেকে অবসরের ঘোষণা কোহলির
  • কোহলিকে টেস্ট থেকে অবসর না নিতে রাজি করানো হবে: ব্রায়ান লারা
  • টেস্ট থেকে রোহিতের অবসর নিয়ে আথারটনের খোঁচা
  • টেস্টকে বিদায় বলতে চান কোহলি, জানিয়েছেন বোর্ডকে
  • টেস্টে ছাড়তে চান কোহলি, কিন্তু ভারত কি তাঁকে ছাড়বে