ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির বৈঠক চলছে
Published: 13th, May 2025 GMT
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বৈঠক শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়।
সকাল ১০টার দিকে এলডি হলে প্রবেশ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও অন্য সদস্যরা। সদস্যরা হলেন বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান।
সকাল ১০টা ৫ মিনিটের দিকে প্রবেশ করেন সিপিবির নেতারা। দলটির ১১ সদস্যের প্রতিনিধিদলে আছেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক এ এন রাশেদা, কাজী সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক কাজী রুহুল আমিন, রাগিব আহসান মুন্না, সাজেদুল হক রুবেল, আবিদ হোসেন ও অধ্যাপক ডা.
সকাল ১০টা ৩০ মিনিটের দিকে বৈঠক শুরু হয়। সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কী রকম হবে, তার একটি ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি।’
আলোচনা অব্যাহত থাকবে বলে জানান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘এখন এই কাঠামোগত পরিবর্তনগুলোকে আরও সুনির্দিষ্ট করা এবং সেগুলো বাস্তবায়নের পথ খুঁজে বের করাই হচ্ছে আমাদের কাজ।’
স্বাগত বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা বারবার বলে এসেছি যে অন্তর্বর্তী সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয়, তাহলে তার জন্য কঠিন হয়ে যাবে। এই কঠিন কাজ করতে গিয়ে অনেক সময় এমন কতগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে তার যে ন্যূনতম, অন্যতম যে কাজ একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেটি সংকটে পড়তে পারে।’
রুহিন হোসেন প্রিন্স বলেন, আন্দোলনে অনেকগুলো অনৈক্যের ধারা তৈরি হয়েছে। তিনি মনে করেন, এর ফলে ঐকমত্য কঠিন হবে।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা দেখলাম শুরুতেই আমাদের মুক্তিযুদ্ধকে কাউন্টার অ্যাপ্রোচ করে এমন কতগুলো কথা তৈরি করা হলো যেন তাকে রিপ্লেস করে ’৪৭-এর ধারাবাহিকতায় ’২৪।’ এ ধরনের বিতর্কগুলো বন্ধ করে ঐকমত্যে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি আচরণবিধি করার প্রস্তাব করেন রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘যদি ঐকমত্যের বড় সনদ না–ও করতে পারি, কিন্তু যদি ঐকমত্য হয়ে কোনো একটা আচরণবিধিও করতে পারি এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করে আমরা যদি নির্বাচন করতে পারি...। প্রয়োজনীয় সংস্কার বলতে বোঝাচ্ছি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সেসব। তাহলেও আমরা মনে করি একধাপ অগ্রগতি হব।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার বৈঠক সঞ্চালনা করছেন। শুরুতেই ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের আরোগ্য কামনা করা হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
ঐকমত্য কমিশন বলছে, শরিয়াহ নিয়ে প্রশ্ন ছিল না, মামুনুল হক বললেন অসতর্কতায় অন্য জরিপের কথা বলেছেন
প্রথম আলোয় প্রকাশিত সাক্ষাৎকারে শরিয়াহ আইন নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের একটি মন্তব্য নিয়ে বক্তব্য দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। গত সোমবার মামুনুল হকের সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
‘আফগানিস্তানে যেতে আইনি বাধা নেই’ শিরোনামে প্রকাশিত ওই সাক্ষাৎকারের একটি অংশে মামুনুল হক উল্লেখ করেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন থেকে বাংলাদেশে বিভিন্ন বিষয়ে জরিপ চালানো হয়েছিল। সেখানে ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ শরিয়াহ শাসন চেয়েছে।’
এ বিষয়ে প্রথম আলোকে দেওয়া বক্তব্যে ঐকমত্য কমিশন বলেছে, ‘জাতীয় ঐকমত্য কমিশন স্পষ্টভাবে জানাচ্ছে যে কমিশনের পক্ষ থেকে যে জরিপ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে পরিচালিত হয়েছিল, সেখানে শরিয়াহ আইন বা শরিয়াহ শাসনসংক্রান্ত কোনো প্রশ্নই অন্তর্ভুক্ত ছিল না। ফলে উক্ত জরিপ থেকে এ ধরনের মতামত বা ফলাফল পাওয়ার কোনো সুযোগ নেই।’
অন্যদিকে এ বিষয়ে মামুনুল হক প্রথম আলোকে বলেছেন, ২০১৭ সালে ‘রিজলভ নেটওয়ার্ক’ পরিচালিত একটি জরিপকে তিনি অসতর্কতাবশত ঐকমত্য কমিশনের জরিপ বলে উল্লেখ করেছেন। ‘ডেমোক্রেসি অ্যান্ড শরিয়াহ ইন বাংলাদেশ: সার্ভেয়িং সাপোর্ট’ শীর্ষক ওই জরিপ প্রতিবেদন লিখেছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও সৈয়দা সেলিনা আজিজ। ওই জরিপে ৯১ শতাংশ উত্তরদাতা মনে করেন, গণতান্ত্রিক মূল্যবোধের একটি মর্মবস্তু হচ্ছে নির্বাচিত প্রতিনিধিত্ব। তবে ৮০ শতাংশের বেশি মনে করেন, শরিয়াহ আইন মৌলিক সেবা, ব্যক্তিগত নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতিকে নিরুৎসাহিত করে।
আরও পড়ুনআফগানিস্তানে তিনটি বিষয় নজর কেড়েছে, নারী শিক্ষার বিষয় আপত্তিকর ২৯ সেপ্টেম্বর ২০২৫